ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

গলাচিপা পৌর কাউন্সিলরের স্ত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ০৬:৫৩, ১৬ সেপ্টেম্বর ২০১৮

গলাচিপা পৌর কাউন্সিলরের স্ত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা পৌর কাউন্সিলর সাহেব আলীর স্ত্রী মাহিনুর বেগম (২৮) শনিবার সকালে মুসলিমপাড়ার নিজস্ব বসতঘরের আড়ায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এ সময় বাসায় কেউ ছিল না বলে দাবি করা হয়েছে। ঘটনা সম্পর্কে তদন্ত কর্মকর্তা গলাচিপা থানার এসআই মোঃ নজরুল ইসলাম জানান, ওয়ার্ড কাউন্সিলর সাহেব আলীর স্ত্রী মাহিনুর বেগম ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। মাহিনুরকে আড়ার সঙ্গে ঝুলে থাকতে দেখে স্কুলপড়ুয়া ছেলে সৈকত চিৎকার করলে প্রতিবেশীরা উদ্ধার করে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহিনুরকে মৃত ঘোষণা করেন। এ প্রসঙ্গে পৌর কাউন্সিলর সাহেব আলীর বড় ভাবি মালেকা বেগম বলেন, ‘মাহিনুর সকালে নিজে নামাজ পড়েছে, ছেলে-মেয়েকে প্রাইভেট পড়তে পাঠিয়েছে। সকাল আটটার দিকে ছেলে সৈকতের চিৎকার শুনে এসে দেখি, ঘরের ভেতর থেকে দরজা বন্ধ। মাহিনুর আড়ার সঙ্গে ঝুলছে। এরপর লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’ মোহনগঞ্জে নদীতে পড়ে যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ১৫ সেপ্টেম্বর ॥ শুক্রবার রাতে মোহনগঞ্জের কংশনদীর আলোকদিয়া ব্রিজ ঘাটে নৌকা থেকে নদীতে পড়ে ইসার উদ্দীন (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। জানা গেছে, ময়মনসিংহের হালুয়াঘাট থেকে তিনজন কাঠ ব্যবসায়ী লেফশিয়া বাজারে কাঠ বিক্রি করে ফেরার পথে মোহনগঞ্জ ঘাটে এলে এ দুর্ঘটনার শিকার হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ইসার উদ্দিনের লাশ নদী থেকে উদ্ধার করে। নিহত ইসার উদ্দীন, হালুয়াঘাট থানার বালীজুরী গ্রামের ছফির উদ্দীনের ছেলে।
×