ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সম্মাননা পেলেন আলোকচিত্রী তুহিন হোসেন

প্রকাশিত: ০৬:০৬, ১৫ সেপ্টেম্বর ২০১৮

 সম্মাননা পেলেন আলোকচিত্রী তুহিন হোসেন

স্টাফ রিপোর্টার ॥ দেশের শোবিজে গ্ল্যামার ফটোগ্রাফিতে তুহিন হোসেনের বেশ খ্যাতি রয়েছে। তার হাত ধরে অনেক তারকা শোবিজে এসেছেন। ১৯৯৮ সালে পেশা হিসেবে দেশের গ্ল্যামার ফটোগ্রাফি শুরু করেন তিনি। এবার কাজের স্বীকৃতি স্বরূপ এ বছর দুটি এ্যাওয়ার্ড পেলেন। তুহিন হোসেন বলেন, প্রথমে সবাইকে ধন্যবাদ জানাতে চাই যাদের জন্য আজ আমি কাজের স্বীকৃতি স্বরূপ দুটি এ্যাওয়ার্ড পেলাম। এর মধ্যে সম্প্রতি প্রথমে বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন আয়োজিত ‘ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড ২০১৮’ সফলভাবে সম্পন্ন হলো জাতীয় জাদুঘর মিলনায়তনে। সঙ্গীতে কিংবদন্তি শেখ সাদী খানের পাশাপাশি আলোকচিত্রী হিসেবে আমিও এ্যাওয়ার্ড পেয়েছি। এছাড়া সোমবার সন্ধ্যায় শাহবাগের পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে ইনডেক্স-এর আয়োজনে বেস্ট গ্ল্যামার ফটোগ্রাফার হিসেবে এ্যাওয়ার্ড পেলাম। এটা সত্যিই আমার জন্য আনন্দের বিষয়। আরও ভাল কাজ করে যেতে চাই আমি। বাংলাদেশে ও দিল্লীতে ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা শেষে ১৯৯৮ সালে ‘সাপ্তাহিক ২০০০’ এবং ‘আনন্দধারা’ ম্যাগাজিনে স্টাফ ফটোগ্রাফার হিসেবে কাজ শুরু করেন তিনি। সেলিব্রেটি সব ফটোসেশনে তখন থেকেই পথচলা শুরু। এরপর ২০০২ সাল থেকে চীফ ফটোগ্রাফার হিসেবেও ২০১৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এছাড়া ডেইলি স্টারের সাপ্তাহিক ম্যাগাজিন স্টার শোবিজে অনেক সেলিব্রেটির কভার ফটোশূট করেন তিনি। তার তোলা ফটো দিয়ে এ পর্যন্ত দেশের নামকরা ৪০০ ম্যাগাজিনের কাভার হয়েছে। বর্তমানে তিনি ফ্যাশন, এ্যাডভাটাইজিং, ইন্ডাস্ট্রিশিয়াল ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কয়েকদিন আগে তার উঠানো তারকাদের বাছাইকৃত ছবি নিয়ে ধানম-ির দৃক গ্যালারিতে একক প্রদর্শনী করেছেন তিনি।
×