ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর আরেক স্প্যান আসছে কাল

প্রকাশিত: ০৫:২৬, ১৫ সেপ্টেম্বর ২০১৮

পদ্মা সেতুর আরেক  স্প্যান আসছে  কাল

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ ॥ পদ্মা সেতুর আরেক স্প্যান আসছে রবিবার। এটি চীন থেকে সমুদ্র পথে কয়েকদিন আগেই মংলা এসে পৌঁছেছে। মংলা থেকে জাহাজে করে মাওয়ার উদ্দেশে রওনা হয়েছে। দায়িত্বশীল কর্মকর্তারা বলেছেন, কাল রবিবার নাগাদ এটি কুমারভোগের বিশেষায়িত ওয়ার্কসপে খালাস করা হবে। এটি ৩ নম্বর মডিউলের প্রথম স্প্যান। এই মডিউলের আরও পাঁচটি স্প্যান শীঘ্র মাওয়ায় আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সেতুর সাতটি মডিউলে ৪১টি স্প্যান বসবে সেতুতে। ইতোমধ্যেই ৭ নম্বর মডিউলের সবক’টি অর্থ্যাৎ পাঁচটি স্প্যানই বসে গেছে। এখন ৬ নম্বর মডিউলের স্প্যান ফিটিংসহ স্থাপনের জন্য তৈরি রাখার কাজ চলছে কুমারভোগের বিশেষায়িত ওয়ার্কসপে। সেতুটিতে যেমন একের পর এক পাইল উঠছে। তেমনি উঠতে শুরু করেছে খুঁটি। মূল সেতুর ৪২টি খুঁটির মধ্যে ১২টি খুঁটি পুরোপুরি সম্পন্ন হয়েছে। এছাড়া আরও ১৫টি খুঁটি এখন উঠতে শুরু করেছে। সেতুটির ২, ৩, ৪, ৫, ১৩, ১৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ খুঁটি। এছাড়া ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৮, ৩৩, ৩৪, ৩৫ ও ৩৬ নম্বর খুঁটি ওপরে উঠার কাজ এখন পুরোদমে চলছে। খুঁটিগুলোর কলাম উঠছে, আবার ক্যাপের কাজও চলছে হরদম। আগামী ডিসেম্বরের আগে পদ্মা সেতু কাজ আরও অনেক দৃশ্যমান হবে বলে দায়িত্বশীলরা মনে করছেন।
×