ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শরণখোলায় দরিদ্রদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ০৪:১১, ১৫ সেপ্টেম্বর ২০১৮

  শরণখোলায় দরিদ্রদের চাল  বিতরণে অনিয়মের  অভিযোগ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্ধেশ’ সেøাগানে খাদ্যবান্ধব কর্মসূচীর অংশ হিসেবে হত দরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে ১০টাকা কেজি দরে চাল বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে শরণখোলার কতিপয় ডিলারের বিরুদ্ধে। শুক্রবার সকালে উপজেলা সদর রায়েন্দা বাজারের শহিদুল স্টোরের মালিক (ডিলার) শহিদুল ইসলাম তালুকদার রেশনিং’র ওই চাল বিতরণ শুরু করলে ভুক্তভোগী রায়েন্দা বাজারের মিনারা বেগম, মরিয়ম বেগম, পূর্ব খাদার হালিমা, ফজলু, দেলোয়ার, আঃ জব্বার, সুজন ও উত্তর কদমতলা গ্রামের মিজান গাজীসহ অনেকে বস্তা প্রতি ৫-৬ কেজি চাল কম পাওয়ার অভিযোগ তোলেন। এ সময় ইউপি সদস্য তাসেন তালুকদার ও রায়েন্দা বাজার কমিটির সদস্য ফারুক হোসেন তালুকদারসহ স্থানীয়রা প্যাকেট জাত একাধিক বস্তা পরিমাপ করলে প্রতিটি ৩০ কেজির বস্তায় ৫/৬ কেজি চাল কম পান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাসকে বিষয়টি অবহিত করা হলে তিনি ঘটনাস্থল থেকে পুলিশের মাধ্যমে ওজনে কম থাকা ৪ বস্তা চাল জব্দ করেন। অপরদিকে, উপজেলার আমড়াগাছিয়া, খোন্তাকাটাসহ অন্যান্য এলাকার ডিলারদের চাল বিতরণের চিত্র একই। জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচীর অংশ হিসেবে হত দরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে চাল বিক্রির কার্যক্রম প্রতি বছরের মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নবেম্বর এ ৫ মাস চালু থাকে। খাদ্য অধিদফতরের ওই কর্মসূচীর আওয়াতায় উপজেলার ২০ ডিলারের মাধ্যমে ৮ সহস্রাধিক দরিদ্র পরিবারকে এ সুবিধা দেয়া হচ্ছে। উপজেলার উত্তর খোন্তাকাটা গ্রামের বাসিন্দা সোহরাব হাওলাদার, শাহজাহান, নাছির হাওলাদার বলেন, সরদার ট্রেডার্সের ডিলার তাইজুল ইসলাম সরদারের সরবরাহকৃত প্রতিবস্তা চালে তারা ৪-৫ কেজি করে ওজনে কম পেয়েছেন। অন্যদিকে, প্যাকেটজাত বস্তায় চাল কম থাকার খবরে কিছু কিছু ডিলার চাল উত্তোলন নিয়ে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে রয়েছে। এ বিষয়ে ডিলার শহিদুল তালুকদার ও তাইজুল ইসলাম সরদার বলেন, খাদ্য কর্মকর্তার কার্যালয় থেকে ৩০ কেজি চালের সেলাই করা বস্তা যেভাবে বুঝিয়ে দেয়া হয়েছে আমরা (ডিলাররা) সেইভাবে বিতরণ করছি। সে ক্ষেত্রে সুবিধাভোগীদের কেউ চাল কম পেয়ে থাকলে দায় আমাদের নয়। উপজেলা খাদ্য কর্মকর্তা দেবদুত রায় বলেন, পরিমাপ করে ডিলারদের চাল বুঝিয়ে দেয়া হয়েছে। বিতরণের সময় চাল কম হয়ে থাকলে সে দায়-দায়িত্ব ডিলারদের। তবে, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস জানান, অভিযোগ পেয়ে একজন ডিলারের কিছু চাল জব্দ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
×