ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগের হামলায় আওয়ামী লীগ নেতা আহত

প্রকাশিত: ০৭:০১, ১৪ সেপ্টেম্বর ২০১৮

ছাত্রলীগের হামলায় আওয়ামী লীগ নেতা আহত

নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ১৩ সেপ্টেম্বর ॥ সীতাকু-ে ছাত্রলীগের হামলায় গুরুত্বর আহত হয়েছে আওয়ামী লীগ নেতা আরমান (৪৫)। আহত আরমান উপজেলার মুরাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। বৃহস্পতিবার সকালে মুরাদপুর ইউনিয়নের দোয়াজীপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দোয়াজীপাড়া গ্রামের জয়নাল আবেদীনের পুত্র কামাল (২৩) পুলিশ আটক করেছে বলে নিশ্চিত করেন মডেল থানা সেকেন্ড অফিসার মোঃ আনোয়ার হোসেন। আহত আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ডাঃ রফিকুল ইসলামের পুত্র। জানা যায়, উপজেলা মুরাদপুর দোয়াজীপাড়া গ্রামের দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান গ্রুপের একই ইউনিয়নের ছাত্রলীগের আহ্বায়ক রায়হান উদ্দিন গ্রুপের সঙ্গে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে আরমানকে একা পেয়ে গ্রামের মধ্যেখানে রায়হান গ্রুপ অতর্কিতভাবে হামলা চালায়। এ ঘটনায় আরমানের একটি হাত ও মাথায় গুরুতর জখম হয়। পরে গ্রামবাসী মুমূর্ষু অবস্থায় প্রথমে সীতাকু- স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে সীতাকু- স্বাস্থ্য কমপ্লেক্সে ও চমেক সূত্রে জানায়, গুরুতর আহত আরমানের ডান হাতটি অনেকটা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করেন। মাথায় ও মুখের আঘাতটাও গুরুতর। স্থানীয় ইউপি মেম্বার মোঃ আমজাদ শিকদার জানান, ‘চিহ্নিত সন্ত্রাসী রায়হানের নেতৃত্বে হামলা চালায় সন্ত্রাসীরা। তবে স্থানীয়দের তথ্য মতে জানা যায়, আওয়ামী লীগ নেতা আরমান উপজেলা চেয়ারম্যান এস.এম আল মামুনের রাজনীতির সঙ্গে জড়িত এবং রায়হান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্ল্যাহ আল বাকের ভুইয়ার সঙ্গে জড়িত। খাগড়াছড়িতে ১১ দোকান ভস্মীভূত পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ জেলা শহরের স্বনির্ভর বাজারে অগ্নিকা-ে পুড়েছে ১১ দোকান। বুধবার গভীর রাতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল কাদের প্রাথমিকভাবে বৈদ্যতিক শর্টসার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত বলে জানান।
×