ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে টায়ার কারখানায় অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৬:৩৮, ১৩ সেপ্টেম্বর ২০১৮

নারায়ণগঞ্জে টায়ার কারখানায় অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সদর উপজেলার ফতুল্লা থানার পোস্ট অফিস রোড এলাকায় এশিয়ান কক্স নামে একটি টায়ার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। ফায়ার সার্ভিসের ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্টেশনের ১০টি ইউনিটের কর্মীরা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। তবে বিকেল পর্যন্ত ভস্মীভূত স্থান থেকে ধোঁয়া বের হচ্ছিল। আগুনে কারখানার গুদামে থাকা বিপুল পরিমাণ কেমিক্যাল, ফার্নেশ অয়েল ও মেশিনারিজসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে আগুনে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস বলছে, তদন্ত সাপেক্ষে আগুনে ক্ষতির পরিমাণ ও অগ্নিকা-ের কারণ নিরূপণ করা যাবে। জানা গেছে, সকাল পৌনে আটটার দিকে কারখানার নিচতলায় গুদামে অগ্নিকা-ের সূত্রপাত হয়। আওয়ামী লীগ নেতাকে পেটালেন আটঘরিয়া পৌর মেয়র নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১২ সেপ্টেম্বর ॥ আটঘরিয়া পৌরসভার সঙ্গে ৪ টি মৌজা অন্তর্ভুক্তির বিরুদ্ধে অভিযোগ দেয়ায় মেয়র মস্তান বাহিনী দিয়ে ত্যাগী আওয়ামী লীগ নেতা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিখিল কুমার সাহাকে পিটিয়ে গুরুতর আহত করেছে। তাকে পাবনা জেনারেল হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এ নিয়ে দলের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। জানা গেছে, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র শহিদুল ইসলাম রতন অভিরামপুর সাবডাঙ্গা, পাইকপাড়া ও গোরুলী মৌজা পৌরসভায় অন্তর্ভুক্তির জন্য মন্ত্রণালয়ে আবেদন করেন। মন্ত্রণালয় বিষয়টি তদন্তের জন্য জেলা প্রশাসকের কাছে পাঠায়। দেবোত্তর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকসহ ৬ জন এ অন্তর্ভুক্তির বিরুদ্ধে দরখাস্ত করেন। এ ৪টি মৌজায় নদী-নালা, কৃষিজমি থাকায় তারা পৌরসভায় অন্তর্ভুক্তির বিরুদ্ধে অভিযোগ দেন।
×