ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছাতকে বজ্রপাতে জেলে ও শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৬:৩৭, ১৩ সেপ্টেম্বর ২০১৮

ছাতকে বজ্রপাতে জেলে ও শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ১২ সেপ্টেম্বর ॥ ছাতকে পৃথক ঘটনায় বজ্রপাতে নিহত দুজন, আহত হয়েছেন চারজন। নিহতরা হলেন উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের বিলু দাসের পুত্র হৃদয় দাস (২০) ও পিরুজপুর জেলার কাঠাল বাড়ি এলাকার আয়নাল মিয়ার পুত্র ময়নুল মিয়া। বুধবার দুপুরে ছাতক উপজেলার নাইন্দার হাওড়ে মাছ ধরার সময় জেলে এবং ছাতক থেকে পাথর নিয়ে যাওয়ার পথে সুরমা নদীতে বাল্কহেড নৌকার পাথর শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। বাগেরহাটে কৃষক স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, শরণখোলায় বজ্রপাতে বিপুল হালদার (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ধানসাগর ইউনিয়নের হোগলপাতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিপুল একই গ্রামের বিমল হালদারের ছেলে। স্থানীয় ইউপি সদস্য তপু বিশ্বাস জানান, দুপুরে বৃষ্টির মধ্যে গোয়ালঘরের পাশে গরুকে ঘাস দেয়ার সময় বজ্রপাতে আহত হন বিপুল। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাঙ্গামাটিতে যুবক নিজস্ব সংবাদদাতা রাঙ্গামাটি থেকে জানান, কাউখালীতে বজ্রপাতে সোহেল বিকাশ চাকমা (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার রাত দুইটায় ঘাগড়া ইউনিয়নের হাজাছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান জগদীশ চাকমা। নিহত সোহেল বিকাশ চাকমা ঘাগড়া ইউনিয়নের হাজাছড়ি গ্রামের ইনন্ত চাকমার ছেলে। গাইবান্ধায় স্কুলছাত্র নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের জামালপুর গ্রামে বুধবার দুপুরে বজ্রপাতে ফয়সাল ম-ল (১৫) নামে অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং পলাশবাড়ী স্টুডেন্ট কেয়ার স্কুল এ্যান্ড কলেজের ছাত্র। এলাকাবাসী জানায়, দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ফয়সাল বাড়ির পাশে একটি ডোবায় মাছ ধরছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই ফয়সালের মৃত্যু হয়।
×