ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে শেয়ার বিক্রির টাকা বিনিয়োগ করলে কর সুবিধা

প্রকাশিত: ০৬:২০, ১৩ সেপ্টেম্বর ২০১৮

পুঁজিবাজারে শেয়ার বিক্রির টাকা বিনিয়োগ করলে কর সুবিধা

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে তিন বছরের জন্য বিনিয়োগ শর্তে কৌশলগত বিনিয়োগকারী থেকে প্রাপ্ত অর্থে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডারদের কর সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) রজতজয়ন্তী উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনি এ কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থমন্ত্রী বলেন, এরই মধ্যে চীনা কনসোর্টিয়ামের কাছ থেকে প্রাপ্ত অর্থের ক্ষেত্রে ক্যাপিটাল গেইন টেক্স মওকুফের জন্য আবেদন করা হয়েছে। এক্ষেত্রে ওই অর্থ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে বিনিয়োগের শর্তে কর সুবিধা দেয়া হবে। এতে ১৫ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ গেইন টেক্স চার্জ করা হবে। তিনি বলেন, বাংলাদেশের শেয়ারবাজার পুরনো না হলেও এরই মধ্যে দুই দফায় বড় ধস হয়েছে। এটা ভালভাবেই টের পাওয়া গেছে। যা আওয়ামী লীগ সরকার ভালভাবে উপলব্ধি করেছে। কারণ ২ বারই আওয়ামী লীগ সরকারের আমলে এই ধস হয়েছে। ২০১১ সালের আগে বিএসইসি প্রকৃতপক্ষে শক্তিশালী বা যেমনটি দরকার, তেমনভাবে সাজানো হয়নি বলে জানান অর্থমন্ত্রী। তবে বর্তমান কমিশন শেয়ারবাজারের অনেক কার্যকর। যারা শেয়ারবাজারকে একটি শক্ত অবস্থানে নিয়ে গেছে। তাই বর্তমান কমিশনকেই আগামী ২ বছর রাখা হবে বলে জানিয়েছেন তিনি। এর আগে গত ২৯ জানুয়ারি অর্থমন্ত্রীর কাছে কৌশলগত বিনিয়োগকারীর কাছে প্রাপ্য ৯৪৭ কোটি টাকার ওপর ক্যাপিটাল গেইন টেক্স আরোপ না করার জন্য ডিএসই ও ডিবিএ’র নেতৃবৃন্দ আবেদন করেছিল। ওই সময় ডিএসইর পরিচালক শরীফ আতাউর রহমান, মিনহাজ মান্নান ইমন, হানিফ ভূইয়া ও ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান এবং প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আব্দুল মতিন পাটোয়ারি অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। এছাড়া ডিবিএ’র প্রেসিডেন্ট মোস্তাক আহমেদ সাদেক ও সাবেক প্রেসিডেন্ট আহমেদ রশীদ লালী উপস্থিত ছিলেন।
×