ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষক সমন্বয় পরিষদ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

প্রকাশিত: ০৫:৫৫, ১৩ সেপ্টেম্বর ২০১৮

শিক্ষক সমন্বয় পরিষদ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধের পক্ষের শিক্ষকের নেতৃত্বে বাংলাদেশ শিক্ষক সমন্বয় পরিষদ নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এ সংগঠনের ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান ও তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আবদুর রশীদ। মূল বক্তব্য উপস্থাপন করেন প্রধান সমন্বয়কারী অধ্যাপক সিরাজুল হক আলো। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক ইউনিয়ন সভাপতি মোঃ আবুল বাশার হাওলাদার, বাংলাদেশ টিচার্স এ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ অশোক তরু, সরকারী কলেজ শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোফাচ্ছের হোসেন জীবন, বাংলাদেশ টিচার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ চৌধুরী, বাংলাদেশ টিচার্স ফেডারেশনের আহ্বায়ক মোঃ মোমিনুল হক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরকার, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির মোঃ আলাউদ্দিন মোল্লা, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি বদরুল আলম, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন সভাপতি শাহীনূর আকতার, জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন সাধারণ সম্পাদক মু. আমিনুল হক, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ আনিসুর রহমান, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দীকী রবিউল, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বাংলদেশ কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের অধ্যাপক আতিকুর রহমান ও মোঃ ফিরোজ আলম খান। সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, সংগঠনের লক্ষ্য এ দেশের শিক্ষাব্যবস্থার মৌলিক সাধন, শিক্ষার মূল্যবোধ ও সুস্থ চেতনা প্রতিষ্ঠা, শিক্ষকদের প্রত্যাশিত সামাজিক ভূমিকা পালন নিশ্চিতকরণ এবং শিক্ষক সমাজ ও শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবার মানসিক ও জাগতিক সর্বৈব কল্যাণ সাধন। শিক্ষকরা শিক্ষা ব্যবস্থাকে সরকারীকরণসহ বিভিন্ন দাবি উপস্থাপন করেন।
×