ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু সাফারি পার্কেও জন্ম নিল সাদা বাঘ

প্রকাশিত: ০৭:৫৭, ১১ সেপ্টেম্বর ২০১৮

বঙ্গবন্ধু সাফারি পার্কেও জন্ম নিল সাদা বাঘ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ এবার গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বেঙ্গল টাইগারের একটি সাদা শাবকের জন্ম হয়েছে। সাফারি পার্কে এই প্রথম সাদা বাঘের জন্ম হলো। এর আগে ১৯ জুলাই চট্টগ্রাম চিড়িয়াখানায় একটি সাদা বাঘের জন্ম হয়। বঙ্গবন্ধু সাফারি পার্কে এই সাদা বাঘের জন্ম হয় প্রায় মাস খানেক আগে। তবে কয়েকদিন ধরে এটিকে মায়ের সঙ্গে ঘুরতে দেখা যাচ্ছে। বাঘিনীর তিন শাবকের মধ্যে দুটি হয়েছে ধূসর, অন্যটি সাদা। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এই পার্কের কোর সাফারি জোনে দ্বিতীয়বারের মতো একটি বাঘিনী গত ৮ আগস্ট তিনটি শাবকের জন্ম দেয়। এর মধ্যে একটি সাদা। এই বাঘিনী ২০১৭ সালেও তিনটি শাবকের জন্ম দিয়েছিল। তিনি বলেন, সাফারি পার্কে সাদা বাঘের জন্ম এবারই প্রথম ঘটনা। তিনি আরও বলেন, জিনগত কারণে এটি হয়ে থাকে। জন্মদাতা বাঘ দম্পতির কারও মধ্যে হয়ত সাদা বৈশিষ্ট্যের জিন লুকায়িত ছিল, যা প্রকট হিসেবে একটি শাবকের মধ্যে সঞ্চারিত হয়েছে। এজন্য সাদা শাবকের জন্ম হয়েছে।
×