ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতে পাঁচ বাংলাদেশী জঙ্গীর বিরুদ্ধে চার্জশীট

প্রকাশিত: ০৮:১৭, ১০ সেপ্টেম্বর ২০১৮

 ভারতে পাঁচ বাংলাদেশী জঙ্গীর বিরুদ্ধে চার্জশীট

জনকণ্ঠ ডেস্ক॥ পাঁচ বাংলাদেশী জঙ্গীর বিরুদ্ধে শুক্রবার চার্জশীট গঠন করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা-এনআইএ। তারা জঙ্গী সংগঠন আনসারুল্লাাহ বাংলা টিমের (এবিটি) সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ। এছাড়া তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অবস্থানের অভিযোগও আনা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি অনলাইনের। বাংলাদেশী ওই পাঁচ জঙ্গী হলো মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব (রাজযশব মণ্ডল), রিপন হোসেন (রুবেল), হান্নান আনোয়ার খান (হান্নান বাবরিলী গাজী), মোঃ হাসান আলী (মোহাম্মদ আমির আলী) ও আজর আলী (রাজা যশব মণ্ডল)। এনআইএ এক বিবৃতিতে জানায়, ভারতীয় দণ্ডবিধির বেআইনী কার্যকলাপ আইন ১৯৬৭ এবং বিদেশী আইন ১৯৪৬ অনুযায়ী পাঁচ বাংলাদেশীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে। এর আগে তাদের পুনের নিরাপত্তা বাহিনী গ্রেফতার করেছিল। পরে মামলাটি কেন্দ্রীয় তদন্ত সংস্থা বা এনআইএ’র কাছে হস্তান্তর করা হয়। অভিযোগে বলা হয়, তারা ২০১৭ সালে তুষার বিশ্বাস নামে আনসারুল্লাহ বাংলাটিমের এক সদস্যকে সন্ত্রাসী কার্যক্রম চালাতে আশ্রয় ও অর্থ সহায়তা দিয়েছিল। এই পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে এনআইএ। তারা পুনে শহরে নির্মাণ শ্রমিকের ছদ্মবেশ ধরেছিল বলেও জানায় সংস্থাটি।
×