ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু ॥ দায়ী বাস মালিক গ্রেফতার

প্রকাশিত: ০৫:৩২, ১০ সেপ্টেম্বর ২০১৮

 মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু ॥ দায়ী বাস মালিক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৯ সেপ্টেম্বর ॥ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় শিশু আকিফা হত্যায় জড়িত গঞ্জেরাজ পরিবহনের মালিক জয়নাল আবেদীনকে ফরিদপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলি মহল্লার আদর্শ বালিকা বিদ্যালয়ের মোড় এলাকায় অবস্থিত বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জয়নাল আবেদীন ঢাকার দোহার উপজেলার চর নটাখোলা এলকার বাসিন্দা। তবে বর্তমানে তিনি ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লায় ১/৪ আব্দুল করিম মিয়া সড়কস্থ বাসায় বসাবাস করেন। র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালনো হয়। প্রসঙ্গত ২৮ আগস্ট কুষ্টিয়ার চৌড়হাস মোড় এলাকায় ফয়সাল গঞ্জেরাজ পরিবহনের ধাক্কায় মায়ের রিনা খানমের কোল থেকে পড়ে আট মাসের শিশু আকিফা আহত হয়। দু’দিন পর শিশুটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। এ ঘটনায় শিশুটির বাবা মোঃ হারুন অর রশিদ বাদী হয়ে গত ৩০ আগস্ট তিনজনকে আসামি করে কুষ্টিয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তিন নম্বর আসামি ওই বাসের মালিক মোঃ জয়নাল আবেদীন। তবে এ মামলার অপর দুই আসামি বাসের চালক মহিদ মিয়া ওরফে খোকন, সুপারভাইজার ইউনুস আলী মাস্টার পলাতক রয়েছেন। এ মামলার তদন্ত কর্মকর্তা কুষ্টিয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন কাদেরী মামলার আসামিদের গ্রেফতারের জন্য র‌্যাবের সহায়তা কামনা করলে র‌্যাব-৮ রবিবার ভোরে ঝিলটুলি নিজ বাড়ি হতে মোঃ জয়নাল আবেদীনকে গ্রেফতার করে। পরে তাকে কুষ্টিয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এর আগে ফরিদপুর থেকে এ দুর্ঘটনার সঙ্গে জড়িত ফয়সাল গঞ্জেরাজ নামের বাসটি আটক করে কুষ্টিয়া পুলিশ।
×