ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাংবাদিক নদী হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৫:০৬, ১০ সেপ্টেম্বর ২০১৮

 সাংবাদিক নদী হত্যা মামলার আসামি গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৯ সেপ্টেম্বর ॥ সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি শামসুজ্জামান মিলনকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাতে তাকে ঢাকার আরমানিটোলা থেকে গ্রেফতার করা হয়। রবিবার সকালে র‌্যাব এ বিষয়ে সংবাদ সম্মেলন করে শামসুজ্জামান মিলনকে সাংবাদিকদের সামনে হাজির করে। র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ রুহুল আমিন জানান, নদী হত্যাকান্ডের পর থেকে এজাহারভুক্ত ৩ নং আসামি শামসুজ্জামান মিলন পলাতক ছিল। ধৃত মিলন ২০০৩ সাল থেকে ১নং এজাহারভুক্ত আসামি আবুল হোসেনের ইড্রাল ইউনানী মেডিসিন কোম্পানিতে অফিস সহকারী পদে চাকরি করার সুবাদে তাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়। এ মামলায় আবুল হোসেন গ্রেফতার হওয়ায় রাতেই শামসুজ্জামান মিলন নিজ বাড়িতে না গিয়ে শহরের বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। পরের দিন সকালে সে চাটমোহর যায়। সেখান থেকে মিলন খুলনা যায়। খুলনা থেকে তার বন্ধুর শ্বশুরবাড়ি মংলায় যায়। মংলায় কয়েকদিন অবস্থানের পর ঢাকা আরমানিটোলা নিকট আত্মীয়ের বাড়িতে অবস্থান করে। এরপর শনিবার র‌্যাব তাকে আরমানিটোলা থেকে গ্রেফতার করে। নদী হত্যা মামলায় ২নং আসামি রাজিবসহ অন্য আসামিদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত রয়েছে। অল্প সময়ের মধ্যেই সাংবাদিক নদী হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন হবে বলে দাবি করেন র‌্যাব কর্মকর্তা। শামসুজ্জামান মিলন পাবনা শহরের গোপালপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। এদিকে মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি (তদন্ত) অরবিন্দ সরকার জানান, র‌্যাবের পক্ষ থেকে আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করার পর তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। উল্লেখ্য, গত ২৮ আগস্ট রাতে শহরের রাধানগর মহল্লায় ভাড়া বাসার সামনে কয়েকজন দুর্বৃত্ত নদীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ২৯ আগস্ট পাবনা সদর থানায় মামলা করেন নদীর মা মর্জিনা বেগম। এতে ইড্রাল ফার্মাসিউটিক্যালস (ইউনানী) ও শিমলা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন, তার ছেলে নদীর সাবেক স্বামী রাজীব হোসেন এবং তাদের অফিস সহকারী শামসুজ্জামানের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করা হয়।
×