ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে ॥ হর্ষবর্ধন শ্রিংলা

প্রকাশিত: ০৪:৩০, ১০ সেপ্টেম্বর ২০১৮

 ভারত সব সময় বাংলাদেশের  পাশে থাকবে ॥  হর্ষবর্ধন শ্রিংলা

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ৯ সেপ্টেম্বর ॥ ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারত বাংলাদেশের জনগনের সঙ্গে ছিল ভবিষ্যতে একইভাবে পাশে থাকবে। মুুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় সৈনিকরা একসঙ্গে যুদ্ধ করেছিল। একইসঙ্গে প্রাণ দিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব ও ইন্দিরা গান্ধী সু-সম্পর্কের যে বীজ বপন করেছিলেন বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সে সম্পর্ক অটুট রয়েছে। ভারত সুসময়ে-দুঃসময়ে বাংলাদেশের জনগণের পাশে থাকবে। তিনি রবিবার সকালে স্বরূপকাঠির কুড়িয়ানা কবিগুরু রবীন্দ্রনাথ কলেজে এক সুধীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট কানাই লাল বিশ্বাসের সভাপতিত্বে এছাড়াও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমান, শের-ই-বাংলা ফাউন্ডেশনের সভাপতি ফাইয়াজুল হক রাজু, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যক্ষ বিপুল বিহারী হালদার, ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার, উপাধ্যক্ষ সঞ্জিব কুমার হালদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, তার সফরসঙ্গী ভারতীয় দুতাবাসের ফাস্ট সেক্রেটারি রাজেশ উকে, নবনিতা চক্রবর্তী, প্রেস এ্যাটাস রঞ্জন মন্ডল, স্বরূপকাঠির ইউএনও আবু সাঈদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (স্বরূপকাঠি-কাউখালী সার্কেল) কাজী শাহ নেওয়াজ, নেছারাবাদ থানার ওসি কে এম তারিকুল ইসলাম। হাইকমিশনার কলেজে শিক্ষাবৃত্তি চালুর ঘোষণা দেন এবং কলেজ পাঠাগারে বেশকিছু বই আনুদান হিসেবে প্রদান করেন। এর আগে হাইকমিশনার আটঘড় কুড়িয়ানার আদমকাঠি এলাকায় পেয়ারা বাগানসহ ভাসমান কৃষি ঐতিহ্য পরিদর্শন করেন।
×