ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় তদন্ত শুরু

অবশেষে বিদ্যুত সংযোগ পেল ৬৫ পরিবার

প্রকাশিত: ০৪:২৪, ১০ সেপ্টেম্বর ২০১৮

অবশেষে বিদ্যুত  সংযোগ পেল  ৬৫ পরিবার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৯ সেপ্টেম্বর ॥ ঘুষের পুরো টাকা না পাওয়ায় মান্দা উপজেলার পশ্চিম নুরুল্লাবাদ গ্রামে উদ্বোধনের ৫ মাস পর বঞ্চিত সেই ৬৫ পরিবার অবশেষে বিদ্যুতের সংযোগ পেয়েছে। বুধবার দৈনিক জনকণ্ঠসহ বিভিন্ন দৈনিকে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর মান্দা পল্লী বিদ্যুত সমিতি কর্তৃপক্ষের টনক নড়ে। তারা তড়িঘড়ি করে পরিবারগুলোতে মিটার লাগিয়ে বিদ্যুতের সংযোগ প্রদান করে। এদিকে জুনিয়র প্রকৌশলী আব্দুস সালামের ঘুষ দাবির বিষয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, নওগাঁ পল্লী বিদ্যুত সমিতি এজিএম (এমএস) হাসান আলী, জুনিয়র প্রকৌশলী (ইআরসি) হেলালুর রহমান ও মান্দা পল্লী বিদ্যুত সমিতির এজিএম এএসএম সুফিউল্লাহ সাদ। তদন্ত কমিটি রবিবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শনসহ ভুক্তভোগী পরিবারগুলোর বক্তব্য লিপিবদ্ধ করেন। তদন্ত কর্মকর্তা জুনিয়র প্রকৌশলী (ইআরসি) হেলালুর রহমান জানান, তদন্তকাজ চলমান রয়েছে। তবে, এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।
×