ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদ্যুত জ্বালানির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে ॥ মুহিত

প্রকাশিত: ০৭:৪৭, ৯ সেপ্টেম্বর ২০১৮

 বিদ্যুত জ্বালানির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে ॥ মুহিত

স্টাফ রিপোর্টার ॥ আরও বহু দূর যাওয়ার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে শেষ হয়েছে বিদ্যুত জ্বালানি সপ্তাহ। সমাপনী অনুষ্ঠানে জানানো হয়েছে বিদ্যুত ও জ্বালানি খাতে যে নবযুগের সূচনা হয়েছে, তা অব্যাহত রাখতে হবে। এই যাত্রার এখানেই শেষ নয়। আগামী ২০২১ সালের মধ্যে দেশের বিদ্যুত উৎপাদন বাড়িয়ে ২৪ হাজার মেগাওয়াট করতে হবে। আর ২০৪১ এ উৎপাদন করতে হবে ৬০ হাজার মেগাওয়াট। বিপুল বিদ্যুত উৎপাদনে জ্বালানির সংস্থান করবে জ্বালানি বিভাগ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে বিদ্যুত জ্বালানির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। তিনি বলন, দেশের মানুষ যত বেশি বিদ্যুত ও জ্বালানি ব্যবহার করবে তত দেশ উন্নত হবে। জ্বালানি আমাদের কর্মশক্তি। কর্মশক্তির বিকাশ যত বেশি হয় কাজ তত বেশি হয়। কাজ যত বেশি হয় দেশের উন্নয়ন তত বেশি হয়। তাই মানুষের কর্মশক্তি বাড়িয়ে দেশকে এগিয়ে নিতে হবে। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হবে। এছাড়াও প্রধানমন্ত্রীর বিদ্যুত জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বীরবিক্রম, বিদ্যুত সচিব ড. আহমদ কায়কাউস, জ্বালানি সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম বক্তব্য রাখেন। উপদেষ্টা বলেন, বর্তমানে বাংলাদেশের বিদ্যুত উৎপাদন ক্ষমতা ২০ হাজার মেগাওয়াট। বিদ্যুত খাতের এই বিশাল অর্জনের কারণ বাংলাদেশের বিরল যোগ্যতা, কর্মক্ষমতা এবং নেতৃত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও প্রেরণার কারণেই বিদ্যুত খাত আজ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, এটি বাংলাদেশের উন্নয়নের সূচনা কেবল। আমাদের আরও এগিয়ে যেতে হবে। অনেক কাজ করতে হবে। নতুন প্রজন্ম এই অর্জনকে এগিয়ে নিয়ে যাবে। বিদ্যুত সচিব বলেন, বিদ্যুত খাতের আজকের এই অর্জন এক ধরনের উন্নয়নের জোয়ার তৈরি করেছে। সবশেষ গত নয় বছরে বিদ্যুত উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে ২০ হাজার মেগাওয়াটে। অর্থাৎ চারগুণ বেশি বিদ্যুত উৎপাদন করেছে বাংলাদেশ। তিনি বলেন, আমাদের উন্নয়নের জোয়ার তৈরি হয়েছে। ভবিষ্যত প্রজন্মকে সম্পৃক্ত করা হয়েছে। বিদ্যুত বিভাগের সবাই সম্মিলিতভাবে কাজ করছে। এটি বাংলাদেশের শেষ নয়, বাংলাদেশের জন্য নতুন যুগের সূচনা হলো। এই অর্জনকে আরও বহুদূর এগিয়ে নিতে হবে।
×