ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর ১৭১ পাইল বসানো হয়েছে

প্রকাশিত: ০৮:২১, ৮ সেপ্টেম্বর ২০১৮

পদ্মা সেতুর  ১৭১ পাইল  বসানো হয়েছে

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পদ্মা সেতুর ১৭১ পাইল বসানো হয়েছে। আর ১৩টির বটম পাইল বসেছে। নদীতে এখন একের পর এক পাইল বসে যাচ্ছে। দিন রাত তাই হ্যামার ড্রাইফ চলছে। নদীর আশপাশের মানুষের কাছের এখন হ্যামারে শব্দের ছন্দ বেশ পরিচিত হয়ে উঠেছে। বর্ষা শেষে এই শরতে পদ্মায় ঢেউ আর শ্রোতের দাপট না কমলেও আশপাশের চরে ও পদ্মা তীরে তাকালেই শরৎ সহজে চেনা যায়। কাশফুল দোলা দিচ্ছে। শরতে বাতাসেই এক ভাল লাগা। নীল আকাশে সাদা মেঘের ভেলায় নানান রকমের আকৃতি মিলছে! আবার পানিতে নানা রকমের ছবি। সেই পদ্মায় ঢেউয়ের দাপাদাপির মাঝেও চলছে সেতুর ভিত তৈরির কাজ। পদ্মার বুক চিরে চলছে ফেরি, লঞ্চ, স্ট্রিমারসহ কত ধরনের নৌযান। সেই যন্ত্রযানের আরেক ঢেউ আছড়ে পড়ছে নদী তীরে। নানা সময়ে ছোট বড় নানান ঢেউ কখনও কখনও ছড়িয়ে বিন্দু জল কাশ ফুলগুলোকে যেন অভ্যর্থনা জানাচ্ছে। আর আকাশ ভেঙ্গে যখন বৃষ্টি তখন আবার এই কাশফুলের চেহারা অন্যরকম। আর পদ্মার পানিতেও অন্যরকমের ছবি। পদ্মার ঘূর্ণি শ্রোত আর বড় বড় ঢেউ যেখানে বিশাল নৌযান চলাচল বিঘ্নিত করছে এখন, সেখানে তীরের মানুষের কোন ভীতি নেই। জেগে উঠা পলিভরা ফসলি জমি চাষাবাদের প্রস্তুতি। গরু-ছাগল, ভেড়ার পাল ছড়িয়ে আছে এই চরে। বিশাল চরে শরতের রোদ-বৃষ্টির খেলায় ছন্দ পতন নেই। নেই জেলেদের মাছ শিকারের। জীব বৈচিত্র্যের এই মেলায় বড় বড় ক্রেন আর ভারি ভারি যন্ত্রপাতি পদ্মার বুকে বিশেষ এক পরিবেশ তৈরি করে আছে। যা এখন সব মিলেমিশে একাকার। ঋতু বৈচিত্র্যের এমন এক পরিবেশেই বাঙালীর বীরত্বের এক স্থাপত্য তৈরি হচ্ছে। লৌহজংয়ের পদ্মা তীরের বাসিন্দা রাকিব মিয়া বলেন, আমাগো পদ্মায় এমুন বড় সেতু হইতাছে, যা কোন দিন কল্পনা করি নাই। অহন বুঝতাছি শেখের বেটি আসলেই দেশকে কত আগাইয়া নিতাছে। আমাগো সন্তানরা এর সুফল আরও বেশি পাইবো। মূল সেতুর আরও যে ৪০টি খুঁটি রয়েছে নদীতে। এর মধ্যে ১৮টি খুঁটিতে ৬টি করে পাইল আর ২২টিতে ৭টি করে পাইল বসছে। ২৬২টি পাইলের মধ্যে ১৭১টি এবং দু’তীরের দুই খুঁটির ৩২টির মধ্যে ৩২টি পাইল বসে গেছে। অর্থাৎ মূল সেতুর ২৯৪টির মধ্যে ২০৩টি পাইল স্থাপন হয়ে গেছে। যা সেতুর কাজের অগ্রগতিতে এক আনন্দ বার্তা দিয়ে যাচ্ছে। এখন পাইল বাকি মাত্র ৯১টি পাইল। নদীতে স্টিল পাইল যা হ্যামার দিয়ে নদীর তলদেশে প্রবেশ করানো হচ্ছে।
×