ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী রংপুর মেট্রো পুলিশের কার্যক্রম উদ্বোধন করবেন ১৬ সেপ্টেম্বর

প্রকাশিত: ০৫:১৩, ৮ সেপ্টেম্বর ২০১৮

   প্রধানমন্ত্রী রংপুর মেট্রো পুলিশের  কার্যক্রম উদ্বোধন করবেন ১৬ সেপ্টেম্বর

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৭ সেপ্টেম্বর ॥ আগামী ১৬ সেপ্টেম্বর থেকে রংপুর মেট্রোপলিটন পুলিশের আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হচ্ছে। ওই দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর মেট্রো পুলিশে কার্যক্রম উদ্বোধন করবেন। এর পরে তিনি রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীর ওপর নির্মিত তিস্তা দ্বিতীয় সড়ক সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (হেডকোয়ার্টার) মহিদুল ইসলাম জানান, আগামী ১৬ সেপ্টেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করার পর রংপুর মেট্রোপলিটন পুলিশের আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হবে। ওই দিন রংপুর পুলিশ হলে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। এজন্য আমরা সকল প্রস্ততি সম্পন্ন করেছি। তিনি বলেন, ৬টি থানা নিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং সাড়ে ১১টায় তিস্তা সড়ক সেতু উদ্বোধন করবেন। গত ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদে রংপুর মহানগরী পুলিশ বিল-২০১৮ পাস হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ বর্তমান আয়তন ২১৭ দশমিক ৩ বর্গ কিলোমিটার। রংপুর সদর ও কাউনিয়া উপজেলার কিছু অংশ নিয়ে আরপিএমপি এলাকায় নেয়া হয়েছে। পরে আয়তন বর্ধিত করা হবে বলে তিনি জানান। রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশের অফিস আপাতত স্থাপন করা হয়েছে নগরীর ধাপ পুলিশ ফাঁড়ির নতুন ভবনে। প্রতিটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরিদর্শক, উপ-পরিদর্শকসহ কনস্টেবল পদে লোকবল নিয়োগ ইতোমধ্যেই শেষ হয়েছে।
×