ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আসামির স্বীকারোক্তি

প্রতিপক্ষকে হেনস্থা করতেই লটারির ড্র অনুষ্ঠানে গুলিবর্ষণ

প্রকাশিত: ০৪:০৩, ৮ সেপ্টেম্বর ২০১৮

  প্রতিপক্ষকে হেনস্থা  করতেই লটারির ড্র অনুষ্ঠানে  গুলিবর্ষণ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৭ সেপ্টেম্বর ॥ রানীনগরে রাজনৈতিক প্রতিপক্ষকে হেনস্থা করার জন্যই লটারির ড্র অনুষ্ঠানে গুলি চালানো হয়েছিল। সেই গুলিতে রোবায়েত হোসেন (১২) নামে এক স্কুলছাত্র মাথায় গুলিবিদ্ধ হয়ে অদ্যাবধি বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর ডিবি পুলিশ উপজেলার ভবানীপুর গ্রামের আশিকুজ্জামান রাব্বী (৩০) নামে এক যুবককে গ্রেফতার করলে সে আদালতে দেয়া ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে এমন কথা স্বীকার করেছে। এছাড়া ঘটনার সঙ্গে নিজেকে জড়িয়ে ঘটনার মূল হোতা গোনা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত খান হাসান, তার ছেলে ও ভাই ফরহাদ হোসেনসহ ওই গুলির ঘটনায় জড়িতদের নাম প্রকাশ করেছে। রাব্বি ভবানীপুর মাস্টারপাড়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। পুলিশ ইউপি চেয়ারম্যান হাসানকে গ্রেফতার করলেও তাকে বেশিক্ষণ আটকে রাখতে পারেনি। তাকে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলেও গত বৃহস্পতিবার উচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেছে। বর্তমানে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে বলে আহতের পরিবার ও স্থানীয় সচেতন মহল জানিয়েছে। জানা গেছে, গত ২৪ আগস্ট রানীনগরের ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় বেদগাড়ী উদয়ন ক্রীড়া সংসদ। খেলায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি ইসরাফিল আলম। খেলা শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণ করে তিনি চলে যান। পরে রাত ১০টার দিকে ওই মাঠে লটারির ড্র শুরু করা হয়। এ সময় লটারির মঞ্চ লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে মঞ্চে থাকা ভবানীপুর গ্রামের জাবেরিয়া মন্ডলের ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া পুত্র রোবায়েত মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।
×