ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অমলেশ চক্রবর্তী পদক পেলেন গোলাম কুদ্দুছ

প্রকাশিত: ০৩:৪৮, ৮ সেপ্টেম্বর ২০১৮

 অমলেশ চক্রবর্তী পদক পেলেন গোলাম কুদ্দুছ

স্টাফ রিপোর্টার ॥ কলকাতার অনীক নাট্যসংগঠন প্রবর্তিত ‘অমলেশ চক্রবর্তী’ পদকে ভূষিত সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি গোলাম কুদ্দুছ। কলকাতার তপন থিয়েটার মঞ্চে ২ সেপ্টেম্বর ভারতের অন্য তিন নাট্যব্যক্তিত্বের সঙ্গে গোলাম কুদ্দুছের হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়। দেশে ফিরে গোলাম কুদ্দুছ জানান, ক্রেস্ট, উত্তরীয়, ফুলের শুভেচ্ছার সঙ্গে আর্থিক সম্মানীও দেয়া হয়। অতিথিদের হাতে সম্মাননা তুলে দেন নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, সীমা মুখোপাধ্যায়, অভিনেতা পরান বন্দোপাধ্যায় ও বাংলাদেশের কেরামত মওলা। অনীকের সভাপতি অভিনেত্রী তপতী ভট্টাচার্য ও অরুপ রায় সভায় বক্তব্য রাখেন। পুরস্কারপ্রাপ্ত অপর তিন নাট্যব্যক্তিত্ব ছিলেন অরুণ মুখোপাধ্যায়, চিত্রা সেন ও চন্দন সেন। ৩ সেপ্টেম্বর একই মঞ্চে অনীক আয়োজিত ২১তম গঙ্গা-যমুনা নাট্যোৎসবের উদ্বোধন করেন গোলাম কুদ্দুছ। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন অভিনেতা কেরামত মওলা ও গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব বাংলাদেশের সদস্য সচিব আক্তারুজ্জামান। পদক প্রাপ্তির অনুভূতি জানিয়ে গোলাম কুদ্দুছ বলেন, এই পুরস্কার প্রাপ্তি আমার দায়িত্ব আরও বহুগুণ বাড়িয়ে দিল। দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ের পাশাপাশি দুই বাংলার মানুষের মধ্যে ঐক্য ধরে রাখার কাজে নিজেকে আরও বেশি নিয়োজিত করব। নতুবা এই পুরস্কার প্রাপ্তি অর্থহীন হবে।
×