ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাঁদাবাজির অভিযোগে যাত্রী কল্যাণ সমিতি মহাসচিব রিমান্ডে

প্রকাশিত: ০৬:০৯, ৭ সেপ্টেম্বর ২০১৮

চাঁদাবাজির অভিযোগে যাত্রী কল্যাণ সমিতি মহাসচিব রিমান্ডে

স্টাফ রিপোর্টার ॥ চাঁদাবাজির অভিযোগে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, মিরপুর রোড শ্রমিক কমিটির সড়ক সম্পাদক মোঃ দুলালের দায়ের করা চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড দিয়েছে আদালত। এর আগে তার জামিন আবেদন না মঞ্জুর করা হয়। মামলায় অভিযোগ করা হয়, গত ১০-১৫ দিন ধরে মোজাম্মেল হক চৌধুরী নিজেকে বাংলাদেশ সড়ক পরিবহনের নেতা দাবি করে মিরপুর রোড শ্রমিক কমিটির কাছে মাসে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না পেলে তিনি গণমাধ্যমে খারাপ প্রতিবেদন প্রকাশ করারও হুমকি দেন। এরপর গত ৩ সেপ্টেম্বর মিরপুর সনি সিনেমা হলের সামনে বাদীর কাছ থেকে দশ হাজার টাকা নেন মোজাম্মেল। বাকি টাকা ৫ সেপ্টেম্বর দেয়ার জন্য চাপ সৃষ্টি করেন। মিরপুর থানার পুলিশ বৃহস্পতিবার মোজাম্মেলকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে। অন্যদিকে, মোজাম্মেলের জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল হক একদিনের রিমান্ড মঞ্জুর করে তিন কার্যদিবসের মধ্যে জিজ্ঞাসাবাদ শেষ করার নির্দেশ দেন। সর্বোচ্চ সর্তকতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করতে হবে বলেও আদালত নির্দেশ দেয়। শুনানির সময় তার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জানান, আমি নিজে যাত্রী কল্যাণ সমিতির বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি। মানুষের সেবা করার মানসিকতা মোজাম্মেলের রয়েছে। এ কারণে আমি তার মামলার শুনানিতে দায়িত্ববোধ থেকে এসেছি। মামলার এজাহারে আসামির পিতার নাম ও ঠিকানা অজ্ঞাত। অথচ গভীর রাতে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাকে আটক করে নিয়ে আসা হয়। আইনজীবী আরও বলেন, মোজাম্মেল হক সড়ক পরিবহনের ওপর বিভিন্ন প্রতিবেদন পেশ করেন। এ কারণে পরিবহন শ্রমিকরা ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে মামলা দিয়েছে।
×