ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যশোর সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট

শহীদ মিনারে নেশা করতে বাধা দেয়ায় সংঘর্ষ ॥ আহত ১০

প্রকাশিত: ০৭:০২, ৬ সেপ্টেম্বর ২০১৮

 শহীদ মিনারে নেশা করতে  বাধা দেয়ায় সংঘর্ষ ॥  আহত ১০

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর সরকারী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষে কলেজ ছাত্রলীগ সভাপতিসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের মধ্যে এ ঘটনা ঘটে। এদের মধ্যে ছাত্রলীগের ৫ জনসহ ৭ জনকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতরা হচ্ছে, কলেজ ছাত্রলীগের সভাপতি সাহেদ আলী পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ হাসান, শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মঞ্জুরুল ইসলাম মুক্ত, মাহাবুবুর রহমান জনি, মোস্তাফিজুর রহমান, সুমন হোসেন এবং বহিরাগত আব্দুল্লাহ ও সাহেব আলী। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। হাসপাতালে আহত শিক্ষার্থীরা অভিযোগ করেন, সকাল সাড়ে ১০টার দিকে কলেজের শহীদ মিনারের ওপরে বসে কালা আরিফ ৫/৭জনকে নিয়ে সিগারেট ও নেশা করছিল। এ সময় কলেজ ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ হাসান তাদের বাইরে যেতে বলে। কলেজ চলাকালে ক্যাম্পাসে আসতেও নিষেধ করে। তখন কালা আরিফসহ সাইমন, বক্কর, জুয়েল, রাহুল, টিপু মিলে যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ হাসানকে মারধর করে। পরে কলেজ ছাত্ররা এক হয়ে কলেজ সভাপতি সাহেদ আলী পলাশের নেতৃত্বে কলেজ ক্যাম্পাস থেকে কালা আরিফসহ তার লোকদের বের করে দেয়। এর একপর্যায়ে কালা আরিফের নেতৃত্বে ২০/২৫ জন কলেজে অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদের ওপর হামলা চালায়। উভয়পক্ষের এই পাল্টাপাল্টি হামলায় অন্তত ১০ জন আহত হন।
×