ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গুপ্তচর ক্রিপাল হত্যাচেষ্টা

দুই রুশ নাগরিকের বিরুদ্ধে পরোয়ানা

প্রকাশিত: ০৫:৩৯, ৬ সেপ্টেম্বর ২০১৮

 দুই রুশ নাগরিকের বিরুদ্ধে পরোয়ানা

জনকণ্ঠ ডেস্ক ॥ রাশিয়ার সাবেক গুপ্তচর সের্গেই ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে নভিচক নামের একটি নার্ভ গ্যাস দিয়ে হত্যা চেষ্টার সঙ্গে জড়িত দুইজন রুশ নাগরিকের নাম এসেছে। এরপর আলেক্সান্ডার পেত্রভ ও রাসলান বশিরভ নামের এই রুশ নাগরিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ব্রিটিশ আইনজীবীরা। খবর বিবিসি ও এএফপির। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে বুধবার বলেন, দুইজন রুশ সামরিক গোয়েন্দা কর্মকর্তা ব্রিটেনের মাটিতে এই হামলা চালায়। চলতি বছরের মার্চে ব্রিটেনের সলসব্যারিতে সাবেক ডাবল এজেন্ট ৬৬ বছর বয়সী রুদ্ধ নাগরিক সের্গেই ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে নার্ভ গ্যাস দিয়ে হত্যার চেষ্টা করা হয়। এরপর রেশে মস্কো ও লন্ডনের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে। টেরেসা মে বুধবার ব্রিটিশ সাংসদদের বলেন, আলেক্সান্ডার পেত্রভ ও রাসলান বশিরভ দুইজনই রুশ গোয়েন্দা সংস্থার সদস্য।
×