ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

চীনের মালিকানা বুঝে নেয়ার পরদিন সূচক বাড়ল

প্রকাশিত: ০৪:৫৪, ৬ সেপ্টেম্বর ২০১৮

চীনের মালিকানা বুঝে নেয়ার পরদিন সূচক বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মালিকানার ২৫ শতাংশ শেয়ার আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের পরদিন সূচক ও লেনদেন বেড়েছে। প্রকৌশল খাতের চাহিদা বৃদ্ধির দিনে ব্যাংক ও আর্থিক খাতের শেয়ারের দর কমেছে। বিশেষ করে লভ্যাংশ ঘোষণা করতে যাওয়া জুন ক্লোজিংয়ের প্রতি চাহিদা বেশি ছিল। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৮১১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৯৪ কোটি ৭৬ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৭১৬ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১৩১টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরু হয়। তবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দর কমার কারণে সূচক বড় উর্ধগতি আর বজায় থাকেনি। দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৬২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৭৯ হাজার পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৫৫ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ঃ খুলনা পাওয়ার কোম্পানি, ইউনাইটেড পাওয়ার, পেনিনসুলা চট্টগ্রাম, ইউনিক হোটেল, আমান ফিড, কনফিডেন্স সিমেন্ট, বিবিএস কেবল, ন্যাশনাল হাউসিং, আইপিডিসি ও বিএসআরএম লিমিটেড। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো ঃ ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, পেনিনসুলা চট্টগ্রাম, ইবনে সিনা, বিএসআরএম লিমিটেড, ইন্ট্রাকো কনফিডেন্স সিমেন্ট, খুলনা পাওয়ার, বসুন্ধরা পেপার ও আফতাব অটো। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো ঃ সাউথইস্ট মিউচুয়াল ফান্ড, সিএপিএম মিউচুয়াল ফান্ড, জনতা ইন্স্যুরেন্স, প্রিমিয়ার লিজিং, মাইডাস ফাইনান্স, পিপলস লিজিং ও ট্রাস্ট ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৩ কোটি ৩১ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ১৫০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ঃ খুলনা পাওয়ার, আইপিডিসি, বসুন্ধরা পেপার, বেক্সিমকো, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, বিএসআরএম লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ইউনাইটেড পাওয়ার ও পেনিনুসলা চট্টগ্রাম।
×