ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে একজনকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৬:২৭, ৫ সেপ্টেম্বর ২০১৮

ঝিনাইদহে একজনকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৪ সেপ্টেম্বর ॥ হরিণাকু-ুতে তোয়াজ উদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত ১১ টার দিকে হরিণাকু-ু উপজেলার মান্দিয়া গ্রামে ক্যানেলের পাশে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের জামাই আব্দুল কুদ্দুস বাদী হয়ে ৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো নিহত তোয়াজ উদ্দিনের ২য় স্ত্রী কুটিলা বেগম (৪০), রঘুনাথপুর গ্রামের তাইজুদ্দিনের ছেলে লিটন হোসেন (৩০), মান্দিয়া গ্রামের আবেদ আলীর ছেলে ঠা-ু লস্কর (৩৪) ও আনজের আলীর ছেলে ইসরাফিল ওরফে সম্রাট। জানা গেছে, সোমবার রাতে ক্যানেলের পাশে মাছ ধরছিল তোয়াজ উদ্দিন। সে সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়। নরসিংদীতে স্কুলছাত্র স্টাফ রিপোর্টার নরসিংদী থেকে জানান, নিখোঁজের তিন দিন পর নাঈম আহমেদ সরকার (১৫) নামে এক স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বিলশরন গ্রামের কয়রা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নাঈম আহমেদ সরকার বিলশরন গ্রামের আব্দুল বাছেদ সরকারের ছেলে ও স্থানীয় দড়িপুরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। জানা গেছে, গত শনিবার রাতে বিলশরন গ্রামের নিজ বাড়ির পাশে একটি গানের অনুষ্ঠান উপভোগ করতে বাড়ি থেকে বের হয় নাঈম। পরে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার খোঁজ পায়নি। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন গ্রামের কয়রা নদীতে বস্তাবন্দী লাশ ভেসে উঠতে দেখে থানায় খবর দেয়। ব্রাহ্মণবাড়িয়ায় রিক্সাচালক স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, নিখোঁজের তিন দিন পর আশুগঞ্জের তালশহর থেকে হাত পা বাঁধা অবস্থায় রিক্সাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম শামীম মিয়া (১৫)। সে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। সোমবার রাতে উপজেলার বাহাদুরপুর-তালশহর হাজী আবু সামা সড়কের পাশে নালা থেকে গলায় গামছা পেঁচানো ও হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। জানা গেছে, শনিবার সকালে শামীম মিয়া বাড়ি থেকে বের হয়ে একই এলাকার আনোয়ার মিয়ার গ্যারেজ থেকে রিক্সা ভাড়া নিয়ে সারাদিনের পর রাতেও রিক্সা গ্যারেজে দেয়নি এবং বাড়িতে ফিরেনি। রবিবার সকাল থেকে নানা স্থানে খোঁজ খবর নিয়ে না পেয়ে রবিবারই আশুগঞ্জ থানায় নিখোঁজের জিডি করে পরিবারের সদস্যরা। পরে সোমবার রাতে সড়কের পাশে নালার পানিতে নিহতের লাশ ভেসে উঠতে দেখে নিহতের স্বজনরা পুলিশকে খবর দিলে রাতেই লাশ উদ্ধার করে। মঙ্গলবার সকালে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
×