ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভারতে বাতিল প্রায় সব নোটই ফেরত গেল রিজার্ভ ব্যাংকে

প্রকাশিত: ০৬:০৫, ৫ সেপ্টেম্বর ২০১৮

ভারতে বাতিল প্রায় সব নোটই ফেরত গেল রিজার্ভ ব্যাংকে

ভারতে বাতিল নোটের প্রায় সবটাই (৯৯.৩ শতাংশ) ফিরেছে রিজার্ভ ব্যাংকের ঘরে। কিন্তু খোয়ানো বরাত, হারানো ব্যবসা আর ফিরে পায়নি ক্ষুদ্র ও ছোট শিল্প। এখন ক্ষোভে ফুঁঁসে তাদের জিজ্ঞাসা, কালো টাকা যদি ধরাই না পড়ল, তা হলে কী লাভ হলো নোট নাকচে? কেন অমন হঠকারী সিদ্ধান্তে বন্ধ হয়ে গেল বহু ছোট শিল্পের ঝাঁপ? যাঁদের কাজ গেল, কে নেবে তাদের পরিবারের দায়িত্ব? এক রাতের ঘোষণায় কত সংস্থায় পাকাপাকি ভাবে তালা পড়ে গেল, তার হিসেব সরকার আদৌ রাখে কি? নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছিলেন, নোটবন্দীর প্রভাব কাটিয়ে এক সময়ে বৃদ্ধি ফের মাথা তুলবে। মনে হবে, ঠিক হয়ে গেছে সব কিছুই। কিন্তু যে গভীর ক্ষত ছোট শিল্প, ব্যবসা, অসংগঠিত ক্ষেত্রের হয়েছে, তা চট করে ভরাট হওয়া শক্ত। এখন বৃদ্ধি ৮ শতাংশ ছাড়ানোর পরে তার কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে ছোট শিল্পের প্রতিক্রিয়ায়। -অর্থনৈতিক রিপোর্টার সোমবার রাজধানীর রেডিসন হোটেলে বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে সিআইপি পদক গ্রহণ করেন বাংলাদেশে জুয়েলারিতে প্রথম ওঝঙ ঈবৎঃরভরবফ জনপ্রিয় জুয়েলারি প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। অনুষ্ঠানের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও সম্মানিত অতিথি এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট সফিউল ইসলাম (মহিউদ্দিন) দিলীপ কুমারের হাতে এই পদক তুলে দেন
×