ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলনা-৪ আসনে সালাম মুর্শেদী বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত

প্রকাশিত: ০৫:৪৯, ৫ সেপ্টেম্বর ২০১৮

খুলনা-৪ আসনে সালাম মুর্শেদী বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ জাতীয় সংসদের খুলনা-৪ আসনের (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত একমাত্র প্রার্থী সাবেক কৃতি ফুটবলার ও বিশিষ্ট শিল্পপতি আব্দুস সালাম মুর্শেদী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার সালাম মুর্শেদী মনোনয়ন প্রত্যাহার না করায় খুলনা-৪ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও বিভাগীয় নির্বাচন কর্মকর্তার দফতর থেকে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। খুলনা-৪ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও বিভাগীয় নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুচ আলী জানান, গত ২৮ আগস্ট (মঙ্গলবার) মনোনয়নপত্র বাছাইয়ের দিনে আওয়ামী লীগের মনোনীতপ্রার্থী আব্দুস সালাম মুর্শেদীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। নির্বাচনী তফসিল অনুযায়ী ৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ধার্য ছিল। এদিন তিনি মনোনয়নপত্র প্রত্যাহার না করায় আইনানুযায়ী একমাত্র প্রার্থী হিসেবে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী গেজেটের জন্য নির্বাচন কমিশনে কাগজপত্র প্রেরণ করা হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর উপ-নির্বাচনে ভোট গ্রহণের দিন ধার্য ছিল। প্রসঙ্গত ঃ খুলনা-৪ আসনের সংসদ সদস্য খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা গত ২৬ জুলাই সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করায় চলতি জাতীয় সংসদের এ আসনটি শূন্য হয়।
×