ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বায়রা নির্বাচন-১৯৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

প্রকাশিত: ০৮:০৭, ৪ সেপ্টেম্বর ২০১৮

বায়রা নির্বাচন-১৯৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ বায়রা নির্বাচনে ১৯৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ২০১৮-২০২০ মেয়াদে বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) কার্য নির্বাহী কমিটির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ২৩৮ প্রার্থী। এদের মধ্যে মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে ১৯৮ জনের। আর ৪০ জনের মনোনয়নপত্র ‘ডাবল’ পড়ায় তা বাতিল করা হয়েছে। নির্বাচন পরিচালনা বোর্ডের এক সদস্য বলেন, বায়রার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ২৩৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ১৯৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি ৪০ জনের প্রার্থিতা বিভিন্ন কারণে বাতিল হয়েছে। যেসব প্রার্থীর নাম বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে-তাদের একটি তালিকা বায়রার নোটিস বোর্ডে টাঙ্গিয়ে দেয়া হয়েছে। বায়রার নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ সময় ছিল সোমবার। এ দিন সকাল দশটা থেকেই প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করে বিকেল তিনটা পর্যন্ত জমা দেন। মনোনয়নপত্র সংগ্রহ নিয়ে দুইপক্ষের পাল্টাপাল্টি নিরাপত্তা ঝুঁকির অভিযোগ থাকায় সকাল থেকেই তিনস্তরের নিরাপত্তা ছিল নিউ ইস্কাটনের বায়রা অফিস ঘিরে। র‌্যাব, পুলিশ, আর্মড পুলিশসহ নিজস্ব নিরাপত্তা কর্মীদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। তবে কোন ধরনের ঝামেলা ছাড়াই মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। একই দিনে মনোনয়নপত্র বাছাই ও বৈধ ঘোষণার কার্যক্রম শেষ হয়। আগামী ৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এই দিন বোঝা যাবে গণতান্ত্রিক ফ্রন্ট ও সমন্বয় পরিষদের প্যানেলে কারা কারা রয়েছেন। জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বায়রার প্রশাসক ওবায়দুল আজম বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটের কার্যক্রম শুরু হয়। প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন। বাইরে কে বা কারা এসেছেন তা আমার জানার বিষয় নয়। আমার এরিয়ার ভেতরে কেউ কোন অপ্রীতিকর কিছু করতে আসেনি। আমি যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। দরকার হলে এখানে আরও পুলিশ-র‌্যাব আনা হবে। নির্বাচনকে কেউ প্রভাবিত করতে পারবে না। আমি যতক্ষণ আছি আইন অনুযায়ীই সব কিছু চলবে। আগামী ১৮ সেপ্টেম্বর বায়রার নির্বাচন। আশা করি সবকিছু শান্তিপূর্ণভাবেই হবে। সম্মিলিত সমন্বয় ফ্রন্টের নেতা মনসুর আহমেদ কালাম এ বিষয়ে বলেন, সুষ্ঠুভাবেই বায়রা নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার কার্যক্রম শেষ হয়েছে। নির্বাচনের বাকি বিষয়গুলোও শান্তিপূর্ণভাবে শেষ হবে। আশা করছি বায়রার সকল সদস্য তাদের ভোটাধিকার সুষ্ঠুভাবে সুন্দর পরিবেশে প্রয়োগ করতে পারবেন। এ বিষয়ে জানতে চাইলে গণতান্ত্রিক ফ্রন্টের নেতা সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন বলেন, শান্তিপূর্ণভাবেই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার কার্যক্রম শেষ হয়েছে। আমরা আশাবাদী এ রকম পরিবেশ থাকলে আমাদের প্যানেল বিপুল ভোটে জিতে আসবে। তবে আমাদের আশঙ্কা রয়েছে শেষ পর্যন্ত এমন পরিবেশ থাকবে কিনা। শুনেছি তারা সকাল থেকেই মস্তানবাহিনী নিয়োগ করেছে।
×