ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চল্লিশতম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি এ মাসেই আসতে পারে

প্রকাশিত: ০৫:৩২, ৩ সেপ্টেম্বর ২০১৮

চল্লিশতম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি এ মাসেই  আসতে পারে

স্টাফ রিপোর্টার ॥ চলতি মাসেই প্রকাশ হতে পারে ৪০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি। সে লক্ষ্যেই কাজ করছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। তবে ৪০তম বিসিএস পরীক্ষার আগেই সরকারী চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবি তুলেছেন শিক্ষার্থীরা। রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে এ দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন বিশ^বিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী। জানা গেছে, চলতি মাসের শেষের দিকে ৪০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে পিএসসি। পিএসসির সূত্রগুলো বলছে, চলতি মাসেই ৪০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। নবেম্বরের মধ্যেই আবেদন কার্যক্রম শেষ করা হবে। পরবর্তী তিন বা চার মাসের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করা হবে। ইতোমধ্যে ৪০তম বিসিএসের জন্য প্রথম শ্রেণীতে বিভিন্ন ক্যাডারে প্রায় ২ হাজার জনবল নিয়োগের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের চাহিদাপত্র পেয়েছে কমিশন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে এ চাহিদা দেয়া হয়েছে। চাহিদাপত্রে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদ ২২৮টি, পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার ৭০টি, পররাষ্ট্র ক্যাডারে সহকারী সচিব ২৫টি, আনসার ক্যাডারে ১২, মৎস্য ক্যাডারে ৩৪৪, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে সহকারী মহা-হিসাবরক্ষক ১৫, শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ের প্রভাষক পদে প্রায় ১ হাজার। এছাড়া স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন, সহকারী ডেন্টাল সার্জন, কৃষি ক্যাডারের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, সহকারী বন সংরক্ষক, ভেটেরিনারি সার্জন, সহকারী প্রকৌশলী, কর ক্যাডারের সহকারী কর কমিশনার, তথ্য ক্যাডার, রেলওয়ে প্রকৌশল ক্যাডারের নির্বাহী প্রকৌশলী ও সমমানের পদ, ইকোনমিক ক্যাডারের সহকারী প্রধান, রেলওয়ে পরিবহন ও ডাক ক্যাডারে সহকারী পোস্টমাস্টার জেনারেল পদে ৫ শতাধিক কর্মকর্তা নিয়োগের জন্য চাহিদা দেয়া হয়েছে। তালিকায় বিসিএসে প্রশাসন, পুলিশ, পররাষ্ট্র, আনসার, কারিগরি ও পেশাগত ক্যাডারে (সরকারী সাধারণ কলেজ ও সরকারী শিক্ষক প্রশিক্ষণ কলেজ) প্রায় ২ হাজার পদ রয়েছে। তবে এখন পর্যন্ত এ তালিকা চূড়ান্ত করা হয়নি। পদের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছার উদ্দিন বলেছেন, ৪০তম বিসিএস পরীক্ষার চাহিদা পাওয়া গেছে। এ পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে দুই হাজারের বেশি পদে নিয়োগের জন্য সুপারিশ করা হতে পারে। এদিকে ৪০তম বিসিএস পরীক্ষার আগে সরকারী চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে এ মানববন্ধন হয়। মানববন্ধন কর্মসূচীতে পরিষদের যুগ্ম আহ্বায়ক সঞ্জয় দাস বলেন, ১৯৯১ সালে সরকারী চাকরিতে প্রবেশের বয়স ২৭ থেকে বাড়িয়ে ৩০ করা হয়। তারপর, দীর্ঘ ১৮ বছরেও চাকরিতে প্রবেশের বয়স বাড়েনি। ২১ বছর পর সরকার অবসরের বয়স বাড়িয়ে ৫৯ করলেও প্রবেশের বয়স বৃদ্ধি করেনি। তিনি আরও বলেন, আগে যেখানে একজন ছাত্র ৪/৫ বছর বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে ১৪ থেকে ১৫ বছর বয়সে এসএসসি পাস করতে পারত, এখন সেটা ১৬ বছরের আগে কোনক্রমেই সম্ভব নয়। স্নাতক ও সম্মান উভয় ক্ষেত্রে ১ বছর করে বৃদ্ধি করে যথাক্রমে ৩ ও ৪ বছর করা হয়েছে। সঙ্গে উচ্চ মাধ্যমিকের দুই বছর যোগ করলে একজন সম্মান পাস ব্যক্তির বয়স দাঁড়ায় ২২ বছর। অপরদিকে, তিন বছর স্নাতকধারীর বয়স হয় ২৩ বছর। তাছাড়া, ফলাফল প্রকাশ, ভর্তি এসব কাজেও একজন শিক্ষার্থীর এক-দুই বছর চলে যায়। সেই দিক থেকে বিবেচনা করলে চাকরিতে প্রবেশের নিম্নসীমা ১৮ বছরও অযৌক্তিক অভিহিত করে আন্দোলনকারীরা বলছেন, তাই রাষ্ট্রের প্রতি আমাদের দাবি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করা হোক। বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক হারুন-অর রশিদ বলেন, সরকারের বর্তমান মেয়াদের মধ্যে এ সুপারিশ বাস্তবায়ন করতে হবে। নবম সংসদের নির্বাচনের পূর্বেও চাকরিতে আবেদনের বয়স বাড়ানোর জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু বাস্তবে তার সুফল এদেশের ছাত্ররা এখনও লাভ করেনি। তাই আসছে নির্বাচনের আগেই ৪০তম বিসিএস থেকে এটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে।
×