ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

শুভ সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ॥ তোফায়েল

প্রকাশিত: ০৫:২৩, ৩ সেপ্টেম্বর ২০১৮

 শুভ সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ॥ তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২ সেপ্টেম্বর ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, অশুভর বিরুদ্ধে এক শুভ সমাজ গড়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামীতে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে। মন্ত্রী বলেন, ভোলা-বরিশাল ব্রিজ হবে। ভোলায় শিল্প কারখানা হবে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় না এলে সব উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাবে। বিএনপিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, যদি আওয়ামী লীগ ক্ষমতায় না আসে প্রথম দিনেই ওরা বহু লোককে হত্যা করবে। কেউ ঘরে থাকতে পারবে না। রবিবার বিকেলে ভোলার বাংলা স্কুল মাঠে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা মনে পড়ছে। কারণ বঙ্গবন্ধু তার হৃদয়ে অসাম্প্রদায়িক চেতনা লালন করতেন। বঙ্গবন্ধু সংবিধানে ৪টি মূল নীতির মধ্যে ধর্মনিরপেক্ষতা রেখেছিলেন। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর ভোলায় সংখ্যালঘুদের ওপর ভয়াবহ অত্যাচার নির্যাতন করা হয়। কেউ বাড়িঘরে থাকতে পারেনি। বিশেষ করে লালমোহনের লর্ড হার্ডিঞ্জ ও ধলিগৌর নগর এলাকার হিন্দু মা বোনেরা বাড়িতে থাকতে পারেনি। নিজের সতীত্ব রক্ষা করার জন্য আমার মেয়েরা, আমার বোনেরা পানির মধ্যে লুকিয়েছিল। সেখান থেকে ধরে এনে বিএনপির সন্ত্রাসীরা মায়ের সামনে তাদেরকে পাশবিক অত্যাচার করেছে। কিন্তু বর্তমানে বিএনপি খুব শান্তিতে আছে। আমরা কারও উপর কোন অত্যাচার করি নাই এবং করবও না। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। আজকে দেশ আন্তর্জাতিক বিশ্বে মর্যাদার আসনে। তিন মাস পর জাতীয় নির্বাচন। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশবাসী শান্তিতে থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে ভোলা জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট সংবাদিক পীর হাবিবুর রহমান, পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ। পরে মন্ত্রী বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এর আগে সকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের ব্যক্তিগত উদ্যোগে ভোলার বাংলাবাজারে প্রতিষ্ঠিত স্বাধীনতা জাদুঘর পরিদর্শন করেন।
×