ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামালপুরে শিবির নেতা গ্রেফতার

প্রকাশিত: ০৪:৩২, ৩ সেপ্টেম্বর ২০১৮

জামালপুরে শিবির নেতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২ সেপ্টেম্বর ॥ সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের শিংহের বাজার এলাকা থেকে পুলিশ রবিবার সকালে আবু তাহের (৩৫) নামের জামালপুর জেলা ছাত্রশিবিরের সাবেক রোকনকে গ্রেফতার করেছে। আবু তাহের ওই ইউনিয়নের বিলবালিয়া গ্রামের হাজী মতিউর রহমানের ছেলে। তার বিরুদ্ধে ঢাকায় রমনা থানায় দুটি এবং সিরাজগঞ্জের কাজীপুর থানায় একটি নাশকতার মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামের নিজ বাড়িতে শিবির নেতা আবু তাহেরের বাড়িতে নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রেক্ষিতে সরিষাবাড়ী থানা পুলিশ রবিবার সকালে ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে আবু তাহের ও তার অনুসারীরা ওই বাড়ি থেকে সটকে পড়ে। অভিযানের এক পর্যায়ে বেলা সাড়ে ১০টার দিকে স্থানীয় শিংহের বাজার এলাকা থেকে আবু তাহেরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। . চট্টগ্রামে জামায়াত নেতা স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, চট্টগ্রাম জেলার সাতকানিয়ায় অভিযান চালিয়ে সাত মামলার আসামি এক জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার বাজালিয়া স্ট্যান্ড এলাকা থেকে শনিবার তাকে গ্রেফতার করা হয়। রবিবার সাতকানিয়া পুলিশ জানায়, গ্রেফতার আমির মোরশেদ ছদাহা ইউনিয়ন জামায়াতের আমির। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে। পুলিশ তাকে খুঁজছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
×