ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুজারার সেঞ্চুরির পর ভারতকে আশা দেখাচ্ছেন বোলাররা

প্রকাশিত: ০৬:৫৯, ২ সেপ্টেম্বর ২০১৮

 পুজারার সেঞ্চুরির পর ভারতকে আশা দেখাচ্ছেন বোলাররা

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ড সফরে টানা দুই হারে কঠিন বিপদেই পড়েছিল ভারত। তৃতীয় টেস্ট জিতে ঘুরে দাঁড়ানোর পথে সফরকারীদের ব্যাট হাতে একা টানছিলেন বিরাট কোহলি। সাউদাম্পটনে অধিনায়কের পাশে আলো হয়ে জ্বললেন চেতেশ্বর পুজারা। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৪৬ রানের জবাবে ভারত যে ২৭৩-এ অলআউট হয়েছে সেখানে ক্ল্যাসিক্যাল ব্যাটসম্যান একাই করেছেন অপরাজিত ১৩২। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ কোহলির। ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ৫ উইকেট নিয়েছেন ইংলিশ স্পিনার মঈন আলী। পুজারার দারুণ ব্যাটিংয়ের পর বল হাতেও অতিথিদের আশা দেখাচ্ছেন পেসাররা। শনিবার তৃতীয়দিন এ রিপোর্ট লেখার সময় দ্বিতীয় ইনিংসে ১৫২ রান তুলতেই স্বাগতিকদের ৫ উইকেট তুলে নিয়েছে ভারত। সবমিলিয়ে ইংল্যান্ডের লিড ১২৫। সিরিজ বাঁচিয়ে রাখার চতুর্থ এ টেস্টেও ভাল কিছুর ইঙ্গিত দিচ্ছে কোহলিবাহিনী। এর আগে বিনা উইকেটে ১৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। দুই ওপেনারকে দ্রুত ফিরিয়ে দেন স্টুয়ার্ট ব্রড। লোকেশ রাহুলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলার পর কট বিহাইন্ড করেন শিখর ধাওয়ানকে। কোহলির সঙ্গে ৯২ রানের জুটিতে দলকে ২ উইকেটে ১৪২ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করান পুজারা। সফরে ভারতের সেরা ব্যাটসম্যান কোহলিকে বিদায় করে এ প্রতিরোধ ভাঙ্গেন স্যাম কুরান। ভারত অধিনায়ক ৬ চারে ফেরেন ৪৬ রান করে। অজিঙ্কা রাহানেকে দ্রুত বিদায় করেন বেন স্টোকস। ভারতের ব্যাটিং লাইনআপ কাঁপিয়ে দেন মঈন। চা-বিরতির আগে শেষ বলে ঋষভ পন্থকে এলবিডব্লিউ করে শিকার শুরু করেন এ স্পিনার। হারদিক পা-িয়াকেও ফেরত পাঠান মঈন। অফ স্পিনে পরপর দুই বলে বিদায় করেন রবিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ শামিকে। ১৯৫ রানে ৮ উইকেট হারিয়ে চাপে পড়া ভারতকে পথ দেখান পুজারা। ভীষণ চাপের মধ্যে ইশান্ত শর্মা ও জাসপ্রিত বুমরাহর সঙ্গে গড়েন মহামূল্য দুটি জুটি। ইশান্তকে ফিরিয়ে ৩২ রানের নবম উইকেট জুটি ভাঙ্গেন মঈন। বুমরাহ ক্রিজে আসার সময় পনেরতম সেঞ্চুরি থেকে চার রান দূরে ছিলেন পুজারা। এক-দুই করে নিয়ে সেঞ্চুরি ছোঁয়ার পর একাদশ ব্যাটসম্যানকে স্ট্রাইক দেন তিনি। তিন অঙ্ক ছুঁয়ে দ্রুত রান তোলেন পুজারা, ইংল্যান্ডের সংগ্রহ ছাপিয়ে তিনশ’র দিকেই ছুটছিল ভারত। দ্বিতীয় নতুন বলে বুমরাহকে ফিরিয়ে সফরকারীদের ইনিংস গুটিয়ে দেন ব্রড। ততক্ষণে দশম উইকেটে ৪৬ রান তুলে ফেলেছে অতিথিদের দশম উইকেট জুটি। ১৩২ রানে অপরাজিত থাকেন পুজারা। সুইংয়ে ভুগেছেন, বাউন্সার সয়েছেন কিন্তু ভেঙ্গে পড়েননি। দাঁত কামড়ে পড়ে থেকেছেন সঠিক বলের জন্য। নিজের জোনে বল পেলে তুলে নিয়েছেন বাউন্ডারি। ২৫৭ বলের ইনিংসে হাঁকিয়েছেন ১৬টি চার।
×