ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে ২ সন্তানের জবাই করা আর মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার ॥ স্বামী পলাতক

প্রকাশিত: ০৫:০০, ২ সেপ্টেম্বর ২০১৮

 হবিগঞ্জে ২ সন্তানের জবাই করা আর মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার ॥ স্বামী পলাতক

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১ সেপ্টেম্বর ॥ মাধবপুরের নিজনগর গ্রামে দুই সন্তানসহ মায়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতরা হলো ব্যবসায়ী মুজিবুর রহমানের স্ত্রী হাদিসা বেগম, দুই বছরের কন্যা মীম এবং সাত মাসের ছেলে মুজাহিদুল ইসলাম। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে নিজবাড়িতে সংঘটিত এই ঘটনার পর নিহতের পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে স্বামী মুজিব এই নির্মম হত্যাকা- ঘটিয়েছে। তবে থানার ওসি চন্দন কুমারের দাবি, মা নিজেই তার দুই সন্তানকে জবাই করে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এদিকে পুলিশের এমন বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। নিহতের পরিবারের সদস্য ও গ্রামের লোকজনের মতে, দাম্পত্য জীবনে প্রায়শই স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া-ফ্যাসাদ লেগেই থাকত। এমনকি রাগের বশে স্বামী প্রায়ই নাকি স্ত্রীকে বলত, ‘তোরে আর তোর সন্তানদের মেরে ফেলব’। স্ত্রী বলত, ‘আমিও দেখব’। ফলে স্বামী-স্ত্রীর মাঝে এমন সমস্যা যেখানে প্রতিদিন চলত আবার ওই ঘটনার পর যখন স্বামীসহ তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়, তখন কোন তদন্ত সম্পন্নের আগেই পুলিশ কীভাবে এই নির্মম ঘটনাকে শুধুই দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা বলছে ? এলাকাবাসী অনেকটাই নিশ্চিত যে, এটি আত্মহত্যার কোন ঘটনা নয়, বরং বড় ধরনের হত্যাকা-। আর ঘাতক স্বামীর সঙ্গে হয়ত আরও কয়েকজন এই হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকতে পারে। স্বামী একা এই তিনটি হত্যাকা- ঘটাতে পারে না। পুলিশ জানায়, রাত প্রায় সোয়া ১০টার দিকে ওই বাড়িতে তিনজনের মৃতদেহ দেখতে পেয়ে থানায় তা অবহিত করেন স্থানীয় লোকজন। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জবাই করা দুই সন্তান ও সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় মা হাদিসা বেগমের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। একই সময় পিবিআই ও ডিবি পুলিশের পৃথক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। তবে সহকারী পুলিশ সুপার এসএম রাজু জানান, কী কারণে ওই নির্মম হত্যাকা- ঘটেছে তা খতিয়ে দেখে প্রকৃত সত্য প্রকাশ করা হবে। এদিকে এই ঘটনার পর নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
×