ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে কোচ-ট্রাক সংঘর্ষ ॥ আগুনে দুই গাড়ি চালকের মৃত্যু

প্রকাশিত: ০৭:০৬, ১ সেপ্টেম্বর ২০১৮

 দিনাজপুরে কোচ-ট্রাক  সংঘর্ষ ॥ আগুনে দুই  গাড়ি চালকের  মৃত্যু

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ কাহারোল উপজেলায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় নৈশকোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনার পর দুটি গাড়িতেই আগুন লেগে যায়। এতে নৈশকোচ ও ট্রাকের দুই চালকই দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন। নিহত গাড়ি চালকদের পরিচয় জানা যায়নি। কাহারোল উপজেলার ঢাকা-পঞ্চগড় মহাসড়কের মুকুন্দপুর ইউনিয়নের বটতলা পীরেরহাটে এ দুর্ঘটনা ঘটে। কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার রুহুল আমীন জানান, পঞ্চগড় থেকে ঢাকাগামী নৈশকোচ কেয়া পরিবহন এবং বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস ও ট্রাকে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই পুড়ে মারা যান বাস ও ট্রাকের দুই চালক। পরে রাত ১০টা ২২ মিনিটে দিনাজপুর থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, তারা গাড়ির ভেতর থেকে দুই চালকের দগ্ধ মৃতদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। . রাঙ্গুনিয়ায় যাত্রী নিজস্ব সংবাদদাতা রাঙ্গুনিয়া থেকে জানান, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা হাবিব গোপাট এলাকায় বিপরীতমুখী চাঁদের গাড়ির সংঘর্ষে এক অটোরিক্সা যাত্রীর মৃত্যু এবং অপর ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতদের লিচুবাগান হেলথ কেয়ার হাসপাতাল এবং চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×