ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছবির গল্প ॥ রক্তচাপের তথ্যও জানাবে স্মার্ট গ্লাস!

প্রকাশিত: ০৭:০২, ৩১ আগস্ট ২০১৮

ছবির গল্প ॥ রক্তচাপের তথ্যও জানাবে স্মার্ট গ্লাস!

দৃষ্টির সমস্যা দূর করার পাশাপাশি ব্যবহারকারীর রক্তচাপ মাপতে সক্ষম স্মার্ট গ্লাস তৈরি করছে মাইক্রোসফট। এ জন্য বাড়তি কোন তার বা ডিভাইসও শরীরের সঙ্গে যুক্ত করতে হবে না। রক্তচাপ মাপার জন্য ‘গ্লাবেলা’ নামের এই চশমাটির ফ্রেমের মধ্যেই যুক্ত করা হবে একাধিক অপটিক্যাল সেন্সর, যোগাযোগের বিভিন্ন যন্ত্রাংশসহ তথ্য সংরক্ষণের ডিভাইস। এসব যন্ত্রাংশ বিভিন্ন সেন্সরের মাধ্যমে ব্যবহারকারীর মাথার দুই পাশের রক্তপ্রবাহের পরিমাণ শনাক্ত করে তথ্য সংরক্ষণ করতে পারে। আর এসব তথ্য পর্যালোচনা করেই মূলত রক্তচাপের তথ্য জানাবে চশমাটি। শুধু তাই নয়, নিয়মিত ব্যবহারকারীদের রক্তচাপ শনাক্ত করার পাশাপাশি সেই তথ্য সংরক্ষণও করবে। ফলে দিনের কোন সময় রক্তের চাপ কত ছিল সহজেই জানা যাবে। স্মার্ট গ্লাসটির কার্যকারিতা বর্তমানে পরীক্ষা করছে মাইক্রোসফট। সব কিছু ঠিক থাকলে আনুষ্ঠানিকভাবে বাজারজাত করা হবে। সূত্র : সায়েন্স ডেইলি
×