ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অক্টোবরে আইসিসি বিশ্বকাপ ট্রফি আসছে বাংলাদেশে

প্রকাশিত: ০৬:২৪, ২৬ আগস্ট ২০১৮

     অক্টোবরে আইসিসি বিশ্বকাপ ট্রফি আসছে বাংলাদেশে

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ড এ্যান্ড ওয়েলসে এবার হবে ওয়ানডে বিশ্বকাপ। আগামী বছর ৩০ মে শুরু হবে বিশ্বকাপ। ক্রিকেটের এ মহাযজ্ঞ শেষ হবে ১৪ জুলাই। এ বিশ্বকাপের ট্রফি বিশ্ব ভ্রমণ করবে। ট্রফি বাংলাদেশে আসবে এ বছর অক্টোবরে। ১৭ অক্টোবর বাংলাদেশে আসবে ট্রফি। চার শহরে ঘুরবে ট্রফি। সাতদিন বাংলাদেশে অবস্থান করবে ট্রফিটি। এবার বিশ্বকাপে খেলবে বাংলাদেশসহ স্বাগতিক ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। তবে বিশ্বকাপে না খেলা দেশগুলোতেও বিশ্বকাপ ট্রফি যাবে। আইসিসি বিশ্বকাপের ১২তম আসরের ট্রফি ট্যু’র শুরু হবে ২৭ আগস্ট। প্রথম গন্তব্য হবে ওমানের মাসকট। এরপর আগামী ৯ মাসে বিশ্বের বিভিন্ন শহরে ঘুরে বেড়াবে সোনালি রংয়ের এই ট্রফি। বৈশ্বিক ভ্রমণের অংশ হিসেবে আইসিসি বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আসবে ১৭ অক্টোবর। ক্রিকেটপ্রেমীদের দেখার জন্য এই ট্রফি থাকবে ১৭ থেকে ২৩ অক্টোবর। এর মধ্যে ঢাকায় থাকবে ১৭-১৯ অক্টোবর, খুলনায় ২০ অক্টোবর, সিলেটে ২১ অক্টোবর এবং চট্টগ্রামে ২২ ও ২৩ অক্টোবর। দুবাইয়ে আইসিসির সদর দফতর থেকে ট্রফির সফর শুরু হবে। এবারই সবচেয়ে বেশি দেশ ঘুরে বেড়াবে এটি। ৫টি মহাদেশের ২১টি দেশ ও ৬০টি শহর ঘুরবে। ওমান হয়ে যুক্তরাষ্ট্র, রুয়ান্ডা, নাইজিরিয়া, ফ্রান্স, বেলজিয়াম, নেপাল ও জার্মানিতেও যাবে ট্রফিটি। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, কেনিয়া, জ্যামাইকা ও বারবাডোজ সফর করবে এটি। এরপর বিশ্বকাপ শুরুর ১০০ দিন আগে ১৯ ফেব্রুয়ারি ট্রফি পৌঁছাবে ইংল্যান্ডে। আইসিসি থেকে জানানো হয়েছে, ‘ট্রফি ট্যু’র আইসিসি ক্রিকেট বিশ্বকাপের অংশ হওয়ার অনন্য সুযোগ তৈরি করে দেয় ভক্তদের। আরও অনেক বেশি দেশ ও শহরে গিয়ে এবার আগের চেয়েও বেশি মানুষকে এর অংশীদার করতে যাচ্ছি আমরা।’ এই ৯ মাসের যাত্রায় সোনালি ট্রফিটা শুধু ক্রিকেট খেলুড়ে দেশেই নয়, পৌঁছাবে এমন কয়েকটি দেশে যেখানে ক্রিকেট খুব বেশি পরিচিত নয়। ১৯ ফেব্রুয়ারি ট্রফি পৌঁছাবে ইংল্যান্ডে। বিশ্বকাপে এবার কোন গ্রুপ নেই। ১০টি দল পরস্পরের বিপক্ষে লড়াই করবে। চারটি দল পয়েন্ট তালিকায় ওপরে থেকে খেলবে সেমিফাইনালে। এরপর হবে ফাইনাল। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২ জুন ওভালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরেরটি ৫ জুন, একই ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে। এই একটি ম্যাচই দিবারাত্রিতে খেলবে বাংলাদেশ। ৮ জুন ‘পয়া ভেন্যু’ কার্ডিফে বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ১১ জুন ব্রিস্টলে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৭ জুন টন্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবেন মাশরাফিরা। ২০ জুন ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার পর ২৪ জুন সাউদাম্পটনে বাংলাদেশ পাবে আফগানিস্তানকে। উপমহাদেশের দুই প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানকে বাংলাদেশ পাচ্ছে প্রাথমিকপর্বের প্রায় শেষ দিকে। ২ জুলাই বার্মিংহামে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ৫ জুলাই লর্ডসে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ৯ জুলাই ম্যানচেস্টারে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল, ১১ জুলাই বার্মিংহামে দ্বিতীয় সেমিফাইনাল। ১৪ জুলাই লর্ডসে ফাইনাল। বিশ্বকাপ ট্রফি জিতে উঁচিয়ে ধরা যাবে কিনা তা সময়ই বলে দেবে। তবে ১৭ অক্টোবর থেকে সাতদিনের জন্য এ ট্রফি বাংলাদেশে অবস্থান করবে।
×