ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হামলাকারীদের ফাঁসি দেখে যেতে চান নিহত মামুনের বাবা

প্রকাশিত: ০৭:৪৮, ২৫ আগস্ট ২০১৮

   হামলাকারীদের ফাঁসি দেখে যেতে চান নিহত মামুনের বাবা

শংকর লাল দাশ, আলীপুরা থেকে ফিরে ॥ ‘আমার নিরপরাধ ছেলে মামুনকে যারা গ্রেনেড হামলা করে নির্মমভাবে হত্যা করেছে, তাদের সবার ফাঁসি চাই। চৌদ্দ বছর ধরে অপেক্ষা করছি বিচার পাওয়ার আশায়। বুকের মধ্যে শোকের পাথর বয়ে বেড়াচ্ছি। আর অপেক্ষা করতে পারছি না। দীর্ঘ অপেক্ষার অবসান চাই। গ্রেনেড হামলাকারীদের কঠোর সাজা চাই। নিজ চোখে হত্যাকারীদের ফাঁসি দেখতে চাই।’ ২০০৪ সালের একুশে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত মামুন মৃধার কবরের পাশে দাঁড়িয়ে বৃদ্ধ বাবা মোতালেব মৃধা মঙ্গলবার ২১ আগস্ট সকালে একদিকে চোখের জল আরেকদিকে দৃঢ় কণ্ঠে এ দাবি জানান। তিনি আরও বলেন, ‘একমাত্র ছেলেকে হারানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য অনেক কিছু করেছেন। অনেক কিছু দিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আর কিছু চাওয়া-পাওয়ার নাই। তার ঋণ শোধ করা যাবে না। এখন কেবলমাত্র ছেলে হত্যার বিচার চাই। আইভি রহমানসহ ওইদিন যারা জীবন দিয়েছেন, তাদের আত্মার শান্তির জন্য এ বিচার দ্রুত শেষ করা হোক। এটাই জীবনের একমাত্র চাওয়া।’ ১৪তম হত্যা বার্ষিকীর দিনে মামুন মৃধার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসা সাবেক প্রতিমন্ত্রী, আওয়ামী লীগ নেতা আখম জাহাঙ্গীর হোসাইন এমপিকে কাছে পেয়ে মোতালেব মৃধা আরও আবেগাপ্লুত হয়ে পড়েন। আখম জাহাঙ্গীর হোসাইনকে জড়িয়ে ধরে মোতালেব মৃধা কান্নায় ভেঙ্গে পড়েন। আখম জাহাঙ্গীর হোসাইনকে উদ্দেশ করে বলেন, ‘আপনি আমার এ দাবি শেখ হাসিনার কাছে পৌঁছে দেবেন। গ্রেনেড হামলাকারীদের ফাঁসি হলেই কেবল আমার ছেলেসহ শহীদদের আত্মা শান্তি পাবে। আমার পরিবার সান্ত¦না পাবে।’ আখম জাহাঙ্গীর হোসাইন এ সময় মোতালেব মৃধাকে আশ্বস্ত করে বলেন, ‘জননেত্রী নিরলস ভাবে অনেক কিছু করার চেষ্টা করছেন। আশা করা যায় শীঘ্রই পৈচাশিক এ হত্যাকা-ের রায় হবে। পটুয়াখালীর দশমিনা উপজেলার পশ্চিম আলীপুরা গ্রামের মোতালেব মৃধার ছেলে মামুন মৃধা ২০০৪ সালের একুশে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের জনসমাবেশে গ্রেনেড হামলায় নিহতদের অন্যতম।
×