ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লালবাগে প্লাস্টিক কারখানায় অগ্নিকান্ড

প্রকাশিত: ০৬:০১, ২৫ আগস্ট ২০১৮

লালবাগে প্লাস্টিক কারখানায় অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর লালবাগের ইসলামবাগ এলাকায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। এদিকে এই ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি ঘটনা করা হয়েছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ইসলামবাগ আলীর ঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানান, প্রথমে আলী ঘাটের একটি প্লাস্টিক কারখানার আগুনের সূত্রপাত হয়। কয়েক মিনিটের মাথায় তা আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনে আলী ঘাটের ঘুন্টিঘরগুলোতে প্লাস্টিকের কারখানা ছাড়াও নানা রকম ভাঙ্গারিসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান ছিল। আগুনে সব পুড়ে গেছে। তারা জানান, গোডাউনে বিপুল পরিমাণ প্লাস্টিক মজুদ ছিল। এখান থেকে বিভিন্ন দোকানে প্লস্টিক সামগ্রী সরবরাহ করা হতো। ছুটির দিন থাকায় ভেতরে কেউ ছিল না। গোডাউন বন্ধ ছিল। এদিকে আগুন লাগার পরপরই লালবাগ, ইসলামবাগ, আলিরঘাট এলাকার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন বলেন, প্লাস্টিকের কেমিক্যাল থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
×