ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কমেছে সবজি ও পেঁয়াজের দাম

প্রকাশিত: ০৬:০০, ২৫ আগস্ট ২০১৮

 কমেছে সবজি ও পেঁয়াজের দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাজধানীর নিত্যপণ্যের বাজারে কোরবানির ছুটির আমেজ বিরাজ করছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও বেশিরভাগ দোকান ছিল বন্ধ। হাতেগোনা দু’একটি দোকান খোলা থাকলেও ক্রেতাদের উপস্থিতি ও কেনাকাটা ছিল সীমিত। চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, আটার মতো ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। ঝাঁজ কমেছে পেঁয়াজের। এছাড়া মুরগির দাম বাড়েনি। মাছের দাম অপরিবর্তিত রয়েছে। বাজারে পাওয়া যাচ্ছে ইলিশ মাছ। রাজধানীর কাওরান বাজার, কাপ্তান বাজার, ফকিরাপুল বাজার এবং ফার্মগেট কাঁচা বাজার ঘুরে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে। ঈদের পরই হঠাৎ করে বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে যায়। বাড়তি সেই দাম কিছুটা কমেছে। কাওরান বাজারে পাইকারিতে প্রতি কেজি কাঁচা মরিচ ১শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। এর আগে বৃহস্পতিবার ১৮০ টাকা দরে বিক্রি হয়েছে। পাইকারি ব্যবসায়ীরা জানান, ঈদের দিন যানবাহন চলাচল বন্ধ থাকায় ঈদের পরের দিন কাঁচা মরিচসহ সবজির দাম চড়া ছিল। এখন সরবরাহ শুরু হয়েছে, তাই দামও কম। পাইকারি বাজারের প্রভাব পড়েছে খুচরায়। খুচরা বাজারে ১২০ টাকা দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে, যা একদিন আগে ২শ’ টাকা দরে বিক্রি হয়েছে। বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। প্রতিটি ৮শ’ গ্রাম ওজনের ইলিশ ১১-১২শ’ টাকায় বিক্রি হচ্ছে।
×