ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কলেজ ছাত্র খুন

প্রকাশিত: ০৬:০০, ২৫ আগস্ট ২০১৮

   ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কলেজ ছাত্র খুন

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৪ আগস্ট ॥ সাভারে কলেজ ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মারুফ খান (২০) নামে এক কলেজ ছাত্র বখাটেদের হাতে নৃশংসভাবে খুন হয়েছে। নিহত মারুফ চলতি বছর রাজধানী ঢাকার মিরপুর কমার্স কলেজ থেকে এইচএসসি পাশ করে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আসাদুল নামে এক জনকে গ্রেফতার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নিহতের বড় ভাই লুৎফর রহমান খান মানিক বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের নামে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় পৌর এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে। হাসপাতালে নেয়ার পথে মারুফের মৃত্যু হয়। নিহত মারুফ পৌর এলাকার নামা গেন্ডা মহল্লার আতাউর রহমান খান আলমগীরের ছেলে। দু’ভাই ও এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট। ঈদের দিন বুধবার ময়নাতদন্ত শেষে জানাজার পর রাতে আশুলিয়া থানার শিমুলিয়া মুনসুরবাগ পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। জানা গেছে, রাজাবাড়ি এলাকায় এক তরুণীকে (ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী) মঞ্জু ও শ্যামলসহ কয়েকজন যুবক ইভটিজিং করলে মারুফ এর প্রতিবাদ করে। পরে গেন্ডা এলাকায় মারুফকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় উত্যক্তকারীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। সাভারের উলাইলে কোরবানির পশুর হাট থেকে বের হয়ে বখাটেরা এ ঘটনা ঘটায় বলে মামলার তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন। পুলিশ জানায়, বুধবার সকালে নিহতের বড় ভাই বাদী হয়ে মঞ্জু, শ্যামল, প্লাবন, মমিন, শামীম, রইছ, আসাদুল, মুক্তাদিন, ইমরানের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, ইতোমধ্যে একজনকে এ মামালায় গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফাতারের চেষ্টা চলছে।
×