ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সামিট এলএনজি টার্মিনালের ২৫ শতাংশের মালিক হচ্ছে মিতসুবিশি

প্রকাশিত: ০৫:৪৮, ১৯ আগস্ট ২০১৮

  সামিট এলএনজি টার্মিনালের ২৫ শতাংশের মালিক হচ্ছে মিতসুবিশি

বাংলাদেশী কোম্পানি সামিট এলএনজি টার্মিনালের ২৫ শতাংশের মালিক হচ্ছে জাপানী কোম্পানি মিতসুবিশি কর্পোরেশন। কোম্পানিটি ২৫ শতাংশ মালিকানায় বিনিয়োগে সম্মত হয়েছে এবং এফএসআরইউ টার্মিনাল বাস্তবায়নে সহযোগিতা করবে। ‘সামিট এলএনজি টার্মিনাল কোম্পানি’র বাকি ৭৫ শতাংশর মালিকানা সামিট কর্পোরেশনেরই থাকবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রকল্পের অধীনে সামিট এলএনজি কক্সবাজার জেলার মহেশখালী দ্বীপের উপকূল থেকে ৬ কিলোমিটার দূরে সমুদ্রে একটি ভাসমান টার্মিনাল বা এফএসআরইউ স্থাপন করবে। এই টার্মিনাল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলার সরবরাহকৃত এলএনজি রিগ্যাসিফিকেশনের কাজ করবে। টার্মিনালের নির্মাণকাজ ২০১৭ সালের শেষার্ধে শুরু হয়েছে এবং ২০১৯ সালের মার্চে বাণিজ্যিক উৎপাদনে যাবে। টার্মিনালের পরিকল্পিত এলএনজি রিগ্যাসিফিকেশন লক্ষ্যমাত্রা প্রতি বছরে ৩.৫ মিলিয়ন টন (এমপিটিএ)। -অর্থনৈতিক রিপোর্টার
×