ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাঁধ মেরামত দাবি

কলাপাড়ায় অস্বাভাবিক জোয়ারের পানিতে ভাসছে জনপদ

প্রকাশিত: ০৬:৫৬, ১৮ আগস্ট ২০১৮

 কলাপাড়ায় অস্বাভাবিক জোয়ারের পানিতে ভাসছে জনপদ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৭ আগস্ট ॥ সাগরপারের জনপদ পায়রা বন্দরসহ কলাপাড়ার গোটা উপকূলীয় এলাকা অস্বাভাবিক জোয়ারে ডুবে গেছে। দুই দিনের অস্বাভাবিক জোয়ারে অন্তত ২০টি গ্রাম এখন ভাসছে। বিশেষ করে পায়রা বন্দরের রাবনাবাদ পাড়ের বিধ্বস্ত বেড়িবাঁধ এলাকার ১০টি গ্রামের অন্তত আড়াই হাজার পরিবারের বাড়িঘর সব জোয়ারের পানিতে ডুবে গেছে। চারিপাড়া, পশুরবুনিয়া, নাওয়াপাড়া, চৌধুরীপাড়া, মুন্সিপাড়া, বড় পাঁচ নং, ছোট পাঁচ নং, বানাতিপাড়া, ব্যুরোজালিয়া, নয়াকাটা গ্রামের মানুষের দুর্ভোগ চরমে। রাস্তাঘাট, বাড়িঘর, পুকুর থেকে টয়লেট পর্যন্ত ডুবে গেছে। মানুষের রান্না পর্যন্ত বন্ধ রয়েছে। বাড়িঘরে কার্যত বন্দী হয়ে পড়েছে। শুক্রবারে জুমার নামাজ পর্যন্ত পড়তে পারেনি চারিপাড়ার মানুষ। একই দৃশ্য বেড়িবাঁধ ভাঙ্গা জনপদ মহিপুর ইউনিয়নের নিজামপুরসহ পাঁচটি গ্রামের জনপদে। সেখানকার স্কুল, মসজিদ, জনপদ, বাড়িঘর সব পানিতে ভাসছে। স্কুলের ছোট্ট ছোট্ট শিশুদের বুক সমান পানিতে ভিজে চলাচল করতে হচ্ছে। চাষাবাদ বন্ধ রয়েছে এ সব এলাকার মানুষের। নতুন করে চর ধুলাসার এলাকায় বেড়িবাঁধ ভেঙ্গে ব্যাপক এলাকায় জোয়ারের পানি প্রবেশ করেছে। এ ছাড়া বেড়িবাঁধের বাইরের অন্তত পাঁচ হাজার দরিদ্র পরিবারের ঘরবাড়ি জোয়ারের পানিতে ডুবে গেছে। প্রতিদিন অস্বাভাবিক জোয়ারের দুই দফা প্লাবনের শিকার হচ্ছেন মানুষ। সাগর প্রচ- উত্তাল রয়েছে। হাজারো মাছ ধরার ট্রলার মাছ শিকার বন্ধ রেখে শিববাড়িয়া চ্যানেলের মহিপুর আলীপুরে নিরাপদ আশ্রয়ে রয়েছে। লালুয়ার বাসিন্দা মজিবর প্যাদা জানান, জোয়ারের এমন চাপ তারা আগে কখনও দেখেননি। নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ^াস জানান, ভাঙ্গা বেড়িবাঁধটি জরুরীভাবে মেরামত করা প্রয়োজন। কৃষকের সর্বনাশ হয়ে যাচ্ছে। আমন আবাদ ভেস্তে যাওয়ার শঙ্কা করছেন নবনির্বাচিত এই জনপ্রতিনিধি। তিনি পানি উন্নয়ন বোর্ডের উর্ধতন কর্তৃপক্ষকে আশু হস্তক্ষেপ নেয়ার দাবি করেছেন। এ ছাড়া চারিপাড়াসহ আশপাশের গ্রামের মানুষকে বিশেষ সহায়তার জন্য সরকারের কাছে দাবি করেছেন। . হাতিয়ায় ১০ গ্রাম প্লাবিত নিজস্ব সংবাদদাতা হাতিয়া থেকে জানান, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারের বেড়িবাঁধ ভঙ্গে ১০ গ্রাম প্লাবিত হয়। এসব গ্রামের আউশ, আমন ধানের ব্যাপক ক্ষতি হয়। জানা যায়, শুক্রবার সকালে হাতিয়ার তমরদ্দি, চরঈশ্বর, নলচিরা ইউনিয়নে বেড়িবাঁধ ভেঙ্গে ১০টি গ্রাম প্লাবিত হয়। এ সব এলাকায় পাকা আউশ ধান ও আমন ধানের চারা পানির নিচে তলিয়ে যায়। দ্রুত বেড়িবাঁধ মেরামত করা না হলে আসছে পূর্ণিমার জোয়ারে আরও ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে এলাকাবাসী।
×