ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

তুরস্কের ওপর আরও নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

প্রকাশিত: ০৫:১০, ১৮ আগস্ট ২০১৮

 তুরস্কের ওপর আরও নিষেধাজ্ঞার  হুমকি ট্রাম্পের

তুরস্কে বন্দী মার্কিন যাজক এন্ড্রু ব্রানসনকে মুক্তি না দিলে দেশটির ওপর আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই বছর ধরে তুরস্ক ব্রানসনকে বন্দী করে রেখেছে। ২১ মাস কারান্তরীণ রাখার পর জুলাই থেকে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। ব্রানসনের মুক্তির জন্য যুক্তরাষ্ট্র তুরস্ককে চাপ দিলেও দেশটি তা মানেনি। আঙ্কারার অভিযোগ ব্রানসনের সঙ্গে দেশটির নিষিদ্ধ ঘোষিত কুর্দীস্থান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এবং ফেতুল্লাহ গুলেনপন্থী সংগঠনের যোগাযোগ আছে। যুক্তরাষ্ট্র প্রবাসী ফেতুল্লাহ গুলেনই ২০১৬ সালে তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টার হোতা বলে মনে করেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। যুক্তরাষ্ট্র্র অনেক দিন ধরেই ব্রানসনের মুক্তি দাবি করে আসছে। এ নিয়ে বিরোধের জেরেই মূলত ন্যাটোভুক্ত দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। সম্প্রতি দুই দেশ পরস্পরের পণ্যের বিরুদ্ধে শুল্কারোপ করেছে। এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের ইস্পাত ও এ্যালুমিনিয়ামের ওপর দ্বিগুণ শুল্কারোপের ঘোষণা দেন। যার পরপরই বিশ্বের মুদ্র্রা বাজারে তুরস্কের মুদ্র্রা ‘লিরা’র বড় ধরনের দর পতন হয়। -ইয়াহু নিউজ
×