ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সর্ববৃহৎ দাবার ঘুঁটি

প্রকাশিত: ০৫:০৮, ১৮ আগস্ট ২০১৮

সর্ববৃহৎ দাবার ঘুঁটি

এবার বিশ্বের সর্ববৃহৎ দাবার ঘুঁটি তৈরি করল যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস চেজ ক্লাব নামের একটি সংস্থা। এই রাজার উচ্চতা পাক্কা ২০ ফিট। মিসৌরির বিশ্ব দাবা সংস্থার কয়েকজন সদস্য উদ্যোগ নিয়ে ঘুঁটিটি তৈরি করেন। সেন্ট লুইস দাবা ক্লাবের দশম বর্ষপূর্তি উপলক্ষে এই ঘুঁটিটি তৈরি করা হয়। গিনেস বুক কর্তৃপক্ষ ইতোমধ্যে এটিকে বিশ্বের সবচেয়ে বড় দাবার ঘুঁটির তকমা দিয়ে একটি সনদ প্রদান করে। এতদিন বিশ্বের সবচেয়ে বড় দাবার ঘুঁটির রেকর্ড ছিল ১৪ ফিট সাত ইঞ্চি। আফ্রিকার প্রখ্যাত ভাস্কর সাপেলি মাহোগনি দীর্ঘ দিনের চেষ্টায় এই দৃষ্টিনন্দন ভাস্কর্যটি তৈরি করেন। এটি মিসৌরির ওয়ার্ল্ড চেজ হলের সামনে স্থাপন করা হয়েছে। ওয়ার্ল্ড চেজের মার্কেটিং ও যোগাযোগ বিষয়ক তত্ত্বাবধায়ক ব্রাইন ফ্লাওয়ার বলেন, মিসৌরির খেলাধুলার ঐতিহ্য প্রমাণে আমরা এই ভাস্কর্যটি তৈরি করেছি। এটি একটি জাতীয় স্থাপনা হিসেবে বিবেচিত হতে পারে। ভাস্কর্যটি দেখতে অনেক লোকজন জড়ো হচ্ছে। অনেকে এটির সামনে দাঁড়িয়ে ছবি তুলছে। -ইউপিআই অবলম্বনে।
×