ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সীতাকু-ে জেলেদের দুই পক্ষে সংঘর্ষ ॥ প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশিত: ০৫:০১, ১৪ আগস্ট ২০১৮

 সীতাকু-ে জেলেদের দুই পক্ষে সংঘর্ষ ॥  প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড, চট্টগ্রাম, ১৩ আগস্ট ॥ সীতাকু-ে গভীররাতে সাগরে মাছ ধরাকে কেন্দ্র করে জেলেদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামলায় স্থানীয় জেলেপাড়ার ১০ জেলে মারাত্মকভাবে আহত হয়েছে। রবিবার রাত সাড়ে ১২টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ এলাকার সোনারপাড়া গাবতলী জেলেপাড়া সংলগ্ন সাগরপারে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার পর বিক্ষুব্ধ জেলেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়। এতে দূর-দূরান্তের শত শত গাড়ি আটকা পড়ে গভীর রাতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সীতাকু- থানা পুলিশ জেলেদের বিচারের আশ্বাস দিলে তারা মহাসড়ক থেকে সরে যায়। এ সময় পুলিশ মূলহোতা সাবেক ইউপি সদস্য কামাল উদ্দিন মেম্বারকে আটক করে। জানা যায়, রবিবার রাতে সাগরে মাছ ধরার জন্য বোট নিয়ে মাঝ সাগরের দিকে যাত্রা করেন গাবতলী জেলে পাড়ার ১৫-২০ জেলে। এ সময় জেলেরা চারটি বড় বোটে ৫০-৬০ জন লোক মাছ ধরতে সাগরের দিকে যাত্রা করেন। এ সময় স্থানীয় জেলেদের সঙ্গে কামাল মেম্বারের বোটের সংঘর্ষের ঘটনা ঘটে। . সাতক্ষীরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ শ্যামনগরে ছাত্তার জোয়াদ্দার নামের এক মৎস্য ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে মৎস্য ঘেরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সোমবার সকালে তিনি মারা যান। নিহত ছাত্তার জোয়াদ্দার শ্যামনগর উপজেলার পার্শ্বেমারি গ্রামের মৃত আব্দুল ওয়াজেদ জোয়াদ্দারের ছেলে। জানা গেছে, ছাত্তার রাতে প্রতিদিনের মতো তার পার্শ্বেমারি ঘেরে ঘুমাতে যায়। এ সময় রাতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে যান। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান। . ভৈরবে যুবক নিজস্ব সংবাদদাতা ভৈরব থেকে জানান, রবিবার রাত সাড়ে ১১টার দিকে ভৈরব পৌর এলাকার কালীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে শাহিন (২৬) নামের এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে ওই এলাকার মৃত নূরু মিয়ার ছেলে। . বাগেরহাটে হাত-পা বাঁধা লাশ স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকার একটি পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন পুলিশ। সোমবার সকালে কাঠালতলা মোড়ের অদূরে পুকুর থেকে ফকিরহাট থানা পুলিশ লাশটি উদ্ধার করে। লাশটি খুলনা সদর থানার ফায়ার গেট রোডের ব্যাংক গলির শামসুর রহমানের ছেলে আব্দুল হাইয়ের বলে পুলিশ জানায়।
×