ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেপালকেও উড়িয়ে দেয়ার আশায় আজ মারিয়ারা

প্রকাশিত: ০৫:৩২, ১৩ আগস্ট ২০১৮

 নেপালকেও উড়িয়ে দেয়ার আশায় আজ মারিয়ারা

জাহিদুল আলম জয় ॥ মুকুট ধরে রাখার লক্ষ্যে সাফ অনুর্ধ-১৫ মহিলা চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দেয়ার পর এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়েছে মারিয়া, আঁখিদের। ভুটানের থিম্পুতে চলমান আসরে আজ নিজেদের গ্রুপের শেষ ম্যাচ খেলবে কোচ গোলাম রব্বানী ছোটনের দল। ‘বি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। ম্যাচটি হবে থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে। দু’দলেরই ইতোমধ্যে শেষ চারে খেলা নিশ্চিত হয়েছে। যে কারণে ম্যাচটির ফলাফলের মধ্য দিয়ে নির্ধারণ হবে কোন্ দল গ্রুপ সেরা হবে। এক্ষেত্রে এগিয়ে আছে বাংলাদেশের কিশোরীরা। পাকিদের গোলবন্যায় ভাসানোর কারণে ম্যাচটি ড্র করলেই গ্রুপের শীর্ষস্থান পাবে লাল-সবুজের প্রতিনিধিরা। আর তাই গ্রুপসেরা হতে হলে জয়ের বিকল্প নেই নেপালের। কিন্তু বাংলাদেশ কোন ছাড় দিতে রাজি নয় প্রতিপক্ষকে। সেমি নিশ্চিত হলেও নেপালকে হারানোর প্রত্যয় পুরো দলের। গত আসরেও নেপালকে সহজে হারিয়েছিল বাংলার মেয়েরা। এবারও অভিন্ন লক্ষ্য। শামসুন্নাহার, তহুরারা পাকিস্তানের মতো নেপালকেও উড়িয়ে দিতে আত্মবিশ্বাসী। শক্তি, সামর্থ্য ও পরিসংখ্যানে স্পষ্ট ফেবারিট বাংলাদেশ। নেপাল যেখানে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র চার গোলে জিতেছে সেখানে বাংলাদেশের জয় চৌদ্দ গোলে। বাস্তবতা বুঝতে পেরে নেপালও বাংলাদেশকে ফেবারিট বলছে। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হলে সেমিফাইনালে স্বাগতিক ভুটানের বিরুদ্ধে খেলার সম্ভাবনা বেশি বাংলাদেশের। কেননা ‘এ’ গ্রুপের সেরা হওয়ার দৌড়ে এগিয়ে আছে গতবারের রানার্সআপ ভারত। ‘এ’ গ্রুপ থেকে ইতোমধ্যে ভারত ও ভুটানের সেমিফাইনালে খেলা নিশ্চিত হয়েছে। ম্যাচের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি বলেন, আমাদের দলের অবস্থা সবদিক দিয়ে ভাল। সবাই শতভাগ ফিট আছে। সবার মনে একটাই চাওয়া, জিততে হবে। আমরা জয় ছাড়া কিছুই ভাবছি না। স্ট্রাইকার তহুরা খাতুন বাংলাদেশের আক্রমণভাগে দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রেখে চলেছেন। গত বছর এই আসরে নেপালের বিরুদ্ধে হ্যাটট্রিক করার স্মৃতি স্মরণ করে তহুরা বলেন, আমি গত সাফে নেপালের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলাম। এ বছর প্রথম ম্যাচে দুই গোল করেছি। এই ম্যাচেও গোল করে বাংলাদেশের জয়ে অবদান রাখতে চায়। তবে নেপাল পাকিস্তানের চেয়ে ভাল দল। দলটিতে বেশ কয়েকজন ভাল ফুটবলার আছে। প্রতিপক্ষ নেপাল সবদিক দিয়েই বাংলাদেশের চেয়ে পিছিয়ে। বিষয়টি স্বীকার করে নিয়েছেন দলটির কোচও। নেপাল কোচ বলেন, বাংলাদেশ বর্তমান চ্যাম্পিয়ন। দলটি অত্যন্ত শক্তিশালী। প্রতিটি পজিশনই ব্যালেন্সড। তবে আমাদেরও বেশ কিছু ভাল খেলোয়াড় আছে। জয়ের জন্যই খেলবে আমার মেয়েরা।
×