ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বিআইএফসির শেয়ারধারী ৬ পরিচালক নির্বাচিত

প্রকাশিত: ০৪:৩৩, ১৩ আগস্ট ২০১৮

 বিআইএফসির শেয়ারধারী  ৬ পরিচালক নির্বাচিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাজধানীর রাওয়া কনভেনশন হলে মঙ্গলবার বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের ভোটাধিকার প্রশ্নে একপক্ষ সভাস্থল ত্যাগ করলে অবশিষ্ট ৬২ দশমিক ৫৯ শতাংশ শেয়ারহোল্ডারের ভোটে মোট ছয়জন শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হন। এজিএম শেষে অনুষ্ঠিত পর্ষদ সভায় তাদের মধ্য থেকে সাবেক জজ ইকতেদার আহমেদকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিযুক্ত করা হয়। সভা শেষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিআইএফসি কর্তৃপক্ষ জানায়, এজিএমে উচ্চ আদালতের নির্দেশনা মান্য করে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটির উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের পরিচালক নির্বাচনের অংশগ্রহণের সুযোগ দেয়ার কথা উঠলে এজিএম সভাপতি ও পূর্বতন পর্ষদের পরিচালকরা সভাস্থল ত্যাগ করেন। এরপর উপস্থিত শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে প্রত্যক্ষ ভোটের আয়োজন করেন, যেখানে সভাপতির দায়িত্ব দেয়া হয় মহিউদ্দিনকে (ফোলিও নম্বর ০০০০২)। ৬২ দশমিক ৫৯ শতাংশ শেয়ারের মালিকদের প্রত্যক্ষ ভোটে শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হন, অধ্যাপক এএফ ইমাম আলী, ড. আবু নোমান মো. আবদুর রহিম, অধ্যাপক জিএম ফারুক খান, মাহবুবুর রশীদ, ব্যারিস্টার মো. ওমর ফারুক ও ইকতেদার আহমেদ। এজিএমের পর অনুষ্ঠিত এক পর্ষদ সভায় ইকতেদার আহমেদকে পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত করা হয়। প্রসঙ্গত, বিআইএফসি চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) শেয়ারপ্রতি ৩ টাকা ৫৭ পয়সা লোকসান দেখিয়েছে।
×