ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাচোলে বিদ্যুতের তারে জড়িয়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ০৪:০০, ১৩ আগস্ট ২০১৮

  নাচোলে বিদ্যুতের  তারে জড়িয়ে  গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ নাচোলে বিদ্যুতের তারে জড়িয়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ নাচোল সদর ইউনিয়নের ইটলা গ্রামের আব্দুল জলিলের স্ত্রী শহিদা বেগম (৩২)। জানা যায়, শনিবার সন্ধ্যায় শহিদা বেগম তার নিজ বাড়িতে রিক্সা ভ্যান চার্জ দেয়ার জন্য বিদ্যুতের সংযোগ দিতে গেলে সে এই দুর্ঘটনার স্বীকার হয়। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নাচোল হাসপাতালে নেয়ার পথে মারা যায়। . গাইবান্ধায় এক নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া গ্রামে রবিবার দুপুরে বিদ্যুতস্পৃষ্টে সাদা মিয়া (৩০) নামে এক ইলেক্ট্রিশিয়ান নিহত এবং অপর দু’জন আহত হয়েছে। সাদা মিয়া চন্দিয়া এলাকায় বিদ্যুতের মিস্ত্রি হিসেবে কাজ করত। রবিবার দুপুরে স্থানীয় পিডিবি’র বিদ্যুত লাইন থেকে জনৈক ব্যক্তির সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে অনবধানবশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়। এ সময় তার দুই সহযোগী বিলাত হোসেন ও পাপ্পু মিয়া তাকে উদ্ধার করতে গিয়ে গুরুতর আহত হয়।
×