ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ভিডিও ফুটেজ দেখে তদন্ত করে সাংবাদিক নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:২৪, ১২ আগস্ট ২০১৮

 ভিডিও ফুটেজ দেখে তদন্ত করে সাংবাদিক নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১১ আগস্ট ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, ভিডিও ফুটেজ দেখে এবং তদন্ত করে সাংবাদিকের ওপর যারা নির্যাতন করেছে কিংবা নিপীড়ন করেছে তাদের খুঁজে বের করতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, চালক ও ফিটনেসবিহীন গাড়ির কারণেই দুর্ঘটনা ঘটছে। দেশে যে পরিমাণ গাড়ি আছে, তার বিরাট অংশেরই ফিটনেস নেই। সেগুলো রাস্তায় চলছে। কোন দুর্ঘটনা হলেই, কেন ঘটল সেই জিজ্ঞাসাটা সবার কাছে চলে আসে। কিন্তু কেউ ট্রাফিক আইন মানতে চায় না। যত্রতত্র দৌড় দেবে বা গরু একটা দৌড় দিল, তখন চালক গাড়ি নিয়ন্ত্রণ করতে পারবে কি না সেটার দিকে কেউ তাকায় না। চালকের দক্ষতা যেমন দরকার আছে, তেমনি জনগণের সচেতনতাও দরকার আছে। শনিবার দুপুরে বুড়িচংয়ের আগানগর এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী একের পর এক ফায়ার সার্ভিস প্রত্যেকটি উপজেলায় করে যাচ্ছি। যেসব উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন নেই, তা আগামী এক বছরের মধ্যেই সম্পন্ন করা হবে। অগ্নি নির্বাপণের পাশাপাশি যেকোন দুর্ঘটনা মোকাবেলায়ও প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিস।
×