ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভালুকায় লটকন চাষে সাফল্য

প্রকাশিত: ০৪:২৪, ১২ আগস্ট ২০১৮

  ভালুকায় লটকন চাষে সাফল্য

ভালুকা উপজেলার পাঁচগাঁও গ্রামে প্রধানমন্ত্রী কর্তৃক স্বর্ণপদক প্রাপ্ত সফল মাল্টা চাষী মনমথ সরকার এ বছর লটকন চাষে সাফল্যের মুখ দেখেছেন। জানা যায়, ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-২ এ কর্মরত অবস্থায় ওই গ্রামে জমি ভাড়া নিয়ে মনমথ সরকার মাল্টা আবাদ করেন। মাল্টা চাষে সফলতায় ২০১৬ সালের ৭ জানুয়ারি এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী কর্তৃক স্বর্ণপদক প্রাপ্ত হন। মনমথ সরকার মাল্টা চাষের পাশাপাশি মাল্টা বাগানের চারপাশে ২০১৫ সালে নরসিংদী থেকে সংগ্রহ করে প্রায় ১শ’ ৫০টি লটকনের চারা রোপণ করেন। ৩ বছরের পরিশ্রমের পর এ বছর প্রায় ২০টি গাছে থোকায় থোকায় লটকন ফলেছে। প্রতিটি গাছ থেকে প্রায় ৪০/৫০ কেজি লটকন বিক্রি করতে পেরেছেন। ১৫০ টাকা করে স্থানীয় বাজারে ওই লটকন বিক্রি করেছেন। লটকন চাষী মনমথ সরকার জানান ভালুকা উপজেলার আবহাওয়া ও মাটি লটকন চাষের জন্য খুবই উপযোগী। -নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ
×